সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই টিউন শুরু করছি । আমাদের অনেক সময় পিসি ফরম্যাট করার প্রয়োজন হয় তখন আমাদের কাছে যদি উইন্ডোজ এর সেটআপ এর ডিভিডি না থাকে তাহলে আমরা বিভিন্ন জনের কাছে চায় । এর আর প্রয়োজন হবে না , এবার আমরা নিজেরাই খুব সহজেই উইন্ডোজ এর সেটআপ দেবার জন্য বুটেবল ডিস্ক তৈরি করতে পারবো । উইন্ডোজ এর বুটেবল ডিস্ক তৈরি করার জন্য আপনার যে জিনিস গুলো লাগবে সেগুলো হল
১) একটা খালি (blank) ডিভিডি
২) imgburn বলে সফটওয়্যার । সফটওয়্যারটা পুরো ফ্রী তাই কোন ধরনের প্যাচ ব্যবহার করতে হবে না । সফটওয়্যারটা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ।
৩) উইন্ডোজ ৭ এর একটা বুটেবল ডিস্ক ।
আশাকরি ৫ এমবি এর এই ছোট্ট সফটওয়্যারটা এতক্ষণে আপনি ডাউনলোড করে ফেলেছেন । তো চলুন এবার মুল কাজে আসি কিভাবে আপনি উইন্ডোজ এর বুটেবল ডিস্ক তৈরি করবেন ।
১) প্রথমে আপনি উইন্ডোজ ৭ এর বুটেবল ডিভিডিটাকে কম্পিউটার এ প্রবেশ করান । এরপর আপনি imgburn সফটওয়্যারটা রান করে create image file from disk সিলেক্ট করুন ।
২) এরপর আপনি একটা নতুন উইন্ডো পাবেন সেখান থেকে আপনি .iso image টা কোথায় রাখতে চান সেটা সিলেক্ট করুন । এরপর read speed এর জায়গায় max সিলেক্ট করে আর তারপর 4x সিলেক্ট করে বামদিকের ছবিটাতে (আমি ছবিটার চার পাশে লাল রঙ এর বর্ডার দিয়ে দিয়েছি) ক্লিক করুন ।
৩) এরপর complete না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । complete হলে ঠিক নিচের মত একটা উইন্ডো পাবেন ।
তাহলে দেখুন কত সহজেই আপনি উইন্ডোজ এর বুটেবল ডিস্ক এর .iso ফাইল তৈরি করে ফেললেন তাই না ! তো চলুন এবার বুটেবল ডিস্ক তৈরি করি ।
১) প্রথমে আপনার খালি (blank) ডিভিডিটাকে কম্পিউটার এ প্রবেশ করান । এরপর আবার imgburn সফটওয়্যারটা রান করুন ।
২) এরপর write image file to disc অপশনটা সিলেক্ট করুন ।
৩) আপনি এবার নতুন উইন্ডো পাবেন ঠিক নিচের মত সেখান থেকে source এর জায়গায় .iso image টা সিলেক্ট করুন । write speed 4x সিলেক্ট করে আবার বামদিকে থাকা ছবিটাতে ক্লিক করুন ।
ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করুন complete হয়ে যাবে । এরপর my computer খুলে দেখুন তো আপনার ডিভিডিটা বুটেবল হয়ে গেছে কিনা দেখবেন ওটার পাশে উইন্ডোজ এর ছবি চলে এসেছে
তাহলে এখন থেকে আপনি খুব সহজেই ডিভিডিটা দিয়ে আপনার উইন্ডোজ রি-ইন্সটল করতে পারবেন আর আপনাকে কারর কাছেই উইন্ডোজ এর সেটআপ এর জন্য বুটেবল ডিভিডি চায়তে হবে না । তো আজ এই পর্যন্তই । দেখা হবে খুব তারাতারি । সে পর্যন্ত ||| খোদা হাফেজ |||
সৌজন্যেঃ রাজা ব্যানার্জি
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর।