আমাদের অনেকের পিসি তে RAM এর পরিমাণ কম থাকার জন্য পিসি স্লো হয় । কীভাবে স্পীড বাড়াবেন সেটা নিয়েই আমার আজকের এই টিউন । স্পীড বাড়ানোর জন্য যেটা আপনার দরকার হবে সেটা হল একটা Pen Drive । ৪ জিবির হলেই চলবে । প্রথমে আপনার পেন ড্রাইভটাকে পিসি তে কানেক্ট করুন । এরপর পেন ড্রাইভটা ফরম্যাট করুন । এরপর প্রপার্টিজ ওপেন করে Ready Boost ট্যাবটা সিলেক্ট করুন । এরপর Use This Device এ ক্লিক করে আপনি কতটা জায়গা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন । এরপর Apply তে ক্লিক করুন । ব্যাস এরপর দেখেন আপনার পিসির স্পীড আগের থেকে বেড়ে গেছে । আশা করি এই ছোট্ট টিউনটা নতুনদের অনেক কাজে লাগবে । ভালো থাকবেন । ধন্যবাদ । আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম । ফেসবুক এ আমি ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very powerful trick!!!!