পিসিতে কম RAM থাকার কারনে পিসি স্লো ? তাহলে দেখেন (অভিজ্ঞদের প্রবেশ নিষিদ্ধ)

আমাদের অনেকের পিসি তে RAM এর পরিমাণ কম থাকার জন্য পিসি স্লো হয় । কীভাবে স্পীড বাড়াবেন সেটা নিয়েই আমার আজকের এই টিউন । স্পীড বাড়ানোর জন্য যেটা আপনার দরকার হবে সেটা হল একটা Pen Drive । ৪ জিবির হলেই চলবে ।
প্রথমে আপনার পেন ড্রাইভটাকে পিসি তে কানেক্ট করুন । 
 
এরপর পেন ড্রাইভটা ফরম্যাট করুন । এরপর প্রপার্টিজ ওপেন করে Ready Boost ট্যাবটা সিলেক্ট করুন ।

এরপর Use This Device এ ক্লিক করে আপনি কতটা জায়গা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন । এরপর Apply তে ক্লিক করুন । 


ব্যাস এরপর দেখেন আপনার পিসির স্পীড আগের থেকে বেড়ে গেছে ।
আশা করি এই ছোট্ট টিউনটা নতুনদের অনেক কাজে লাগবে । ভালো থাকবেন । ধন্যবাদ । আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম ।
ফেসবুক এ আমি ।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Very powerful trick!!!!

ভাই আমি কিন্তু অভিজ্ঞ নই,বাট ট্রিকটা আগে থেকেই জানি তাই পড়লাম না। 😎

পেনড্রাইভ টা কি সবসময় লাগিয়ে রাখতে হবে??? আর এতে পেনড্রাইভের সাইজ কমে যাবে???

valo tune ami o jani tobuo chalia jan jara janena tader upokar hobe….?

ভাই এটিকি RAM হিসেবে কাজ করবে? আমার লেপটপের RAM 1GB , তাই আমি একটি Software ইন্সটল করতে পাড়ছি না । এটা করলে কি আমি 2GB requerded software install করতে পারব। দয়া করে জানালে উপকৃত হব।

Very powerful trick!!!!nice

আমি জানতামনা, জানলাম। অনেক ধন্যবাদ।

ইলাসট্রেটরে কাজ করার সময় মেমরী লো ম্যাসেজ দেয় বার বার। আশা করি আমার বেশ উপকার হবে।

ei ta ke evabe na bole ektu bistarito bollle vaolo hoto……….
karon apni bollen “propertiese” e jan kintu bolen nai je kisher “propertise”
propertise to apatoto mone hochche
1. pendriver propertise
2. my computer er propertise
3. dekstop er properise.
tai na ?
kintu ashole je ta hobe my comouter er propertise e
ei post ta dekhen jara jara bujhen nai …..
ekta kotha aponi ullek koren nai je pen drive lagiye rakhte hobe kina ……….asha kori jana ban
amar kothay dukko paben na .ami just jana chi

http://www.wikihow.com/Use-Pen-Drive-As-RAM
ei ta dekhen.
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/194890

ভাই এই জন্য আমার পেন্ড্রিইবের কি কোন কতি হবে ?????

r ha vaia leptop e ram and graphics card extra lagano jai ki na aktu blben plz???????