আপনার Blogger সাইট থেকে Blogger Banner Hide/Remove করার একটি সহজ এবং কার্যকরী টিপস

সবাইকে বসন্তের শুভেচ্ছা। আজ বহুদিন পর টেকটিউনের জন্য পোস্ট লিখতে বসলাম। অনেক টিপস এই কয়েকদিনে অভিজ্ঞতার ঝুলিতে ভরেছি। এক এক করে সেগুলি আমার টিউনার ভাইদের সাথে শেয়ার করতে চাই।
আজ লিখব কিভাবে Blogger এর Navbar বা Banner লুকানো যায় তার একটি Hacking Tips. যারা Expert Blogger তারা হয়ত অনেকেই বিষয়টি জানেন। নতুন Blogger দের জন্য এটি কাজে আসবে বলে আমার বিশ্বাস। তো এত কথা না বলে আসুন শুরু করা যাক।
#Step 1
প্রথমেই http://www.blogger.com এ log in করুন।
#Step 2
আপনার Dashboard হতে Layout এ যান
Dashboard to Layout
এবার 'Layout' Tab হতে 'Edit HTML' লেখা Tab এ ক্লিক করুন
Click on 'Edit HTML' Tab
এখানে কাজ করার সময় খুব সতর্ক থাকতে হবে যেন ভূল করে কোন Code delete না হয়ে যায়। আপনি নিরাপত্তার জন্য পুরো Template Code টি ডাউনলোড করে রাখতে পারেন। কোন ভূল হলে পরবর্তীতে কোডগুলি আপলোড করে দিলেই আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
Download HTML Code for security
#Step 3
Edit Template লেখা এরিয়াতে আমরা কিছু CSS কোড পেস্ট করব। এজন্য কোড বক্সের ভিতরে উপরের দিকে ছবিতে দেখানো স্থানটি খুজে বের করুন।
Paste the code Here after remove existing
সতর্কতার সাথে শুধু এই স্থানে লেখা কোডটি মুছে নিচের নতুন কোডটি পেস্ট করুন।

#navbar-iframe {
display: none !important;
}

এবার Save করার পূর্বে আপনার টেমপ্লেটটি নিচের PREVIEW বাটনে ক্লিক করে দেখে নিন কাজ হল কিনা। যদি দেখেন যে Blogger Banner Hide হয়ে গিয়েছে তাহলে এবার Edit Template পেজে এসে Save Template বাটনে ক্লিক করে Template টি Save করুন।

এভাবেই খুব সহজে Blogger Banner কে Hide করা যায়।

আমার ব্লগার সাইট http://gethometips.blogspot.com এ আমি উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করে Blogger Navbar টি Hide করেছি। চাইলে সাইটটিতে একবার ঘুরে আসতে পারেন।
Tips টি কাজ না করলে জানাবেন সমাধান করার চেষ্টা করব। আর ভালো লাগলে মন্তব্য করবেন।

Level 0

আমি বিডি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Jessore, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রোফাইল এ্যাভাটার টা চরম

এটাই তো এতদিন খুজতেছিলাম… thanks

    Welcome. আপনি আপনার সাইটে এই টিপস টি Apply করার পর আমাকে Reply করবেন।

সুন্দর হইছে তোমার ওয়েব সাইটটা, তবে যদি This Post is: Effective (0) Not Bad (0) Should Fix (0) এই সিস্টেমটা এবং ব্লগস্পটে পেজ নাম্বার করার সিস্টেমটা জানা থাকলে একটি টিউন কর।

    ধন্যবাদ হাসিব।
    তুমি কি “This Post is: Effective (0) Not Bad (0) Should Fix (0)” এটা কিভাবে করলাম জানতে চাইছো?
    আর ব্লগস্পটে পেজ নাম্বার ইনডেক্স করার জন্য কিছু CSS এবং HTML কোড আছে কিন্তু সেগুলো সবসময় কাজ করেনা। বিভিন্ন ব্লগে এই বিষয়ে অনেক পোস্ট হয়েছে কিন্তু সেসব পোস্ট-এর Comment গুলোতে ৯৩% ব্যক্তিই হতাশা প্রকাশ করেছে যে কোডগুলো কাজ করে না। আমিও আমার সাইটে Apply করেছিলাম কিন্তু কাজ করেনা। তবে আমি নিজে এ বিষয়ের উপর রিসার্স করছি। দোয়া কোর যদি স্বার্থক হই তবে অবশ্যই জানাবো।

ধন্যবাদ আমার কাজে আসবে।