আপনাদের সকলকের প্রতি আমার ভেলেনটাইন্স ডে-এর অফুরন্ত ভালোবাসা রইল এবং আপনার রিয়েল আইপি হাইড করুন।

আপনাদের সকলকের প্রতি আমার ভেলেনটাইন্স ডে-এর অফুরন্ত ভালোবাসা রইল।আজ আমি Hide IP Address সম্পকে বলব।এর আগেও এখানে বিভিন্ন IP Hide করার সফটওয়্যার নিয়ে টিউন হয়েছে কিন্তু এগুলো আমার কোন কাজে আসেনি।কারণ সে সফটওয়্যারগুলো শুধু LAN Connection/কেবল কানেকশন সার্পোট করে কিন্তু মডেমে কাজ করে না।তাই আমি আজ যে সফটওয়্যারটির কথা বলব সেটা মডেমে কাজ করে।সে সফটওয়্যারটির নাম হল Invisible Browsing

এর কাজ নিম্নে চিএ-এর সাহায্যে  দেওয়া হল:-

1

আপনাদের রিয়েল হাইড করার জন্য প্রথমে Switch to Manual Mode-এ ক্লিক করুন

2

এরপর আপনি উপরের মত চিএ দেখবেন।এখানে এই সফটওয়্যারের কাজ সম্পকে Hints দেওয়া হয়েছে।এখান থেকে Start Using Invisible Browsing-এ ক্লিক করুন।

3

এরপর ১) Source থেকে Invisible Browsing Website, ২)Country থেকে Bangladesh select করে Matching Proxy List থেকে আপনার কাঙ্কিত প্রক্সি সারভারটি সিলেক্ট করলে নিচের ছবির মত চিএ দেখা যাবে।

4

এরপর start Testing -এ ক্লিক করুন।যদি Response পান তাহলে Done -এ ক্লিক করুন।আর যদি Proxy Server not Available দেখায় তাহলে অন্য proxy server সিলেক্ট করে দেখুন ।Response পাওয়ার পর Enable Invisible Browsing-এ ক্লিক করলে আপনার রিয়েল হাইপি হাইড হয়ে যাব।আর ফাইল শেয়ারিং সাইট থেকে ইচ্ছামত ডাউনলোড করুন।

Download

আপনাদের সকলের জীবন ভরে উঠুক ভালোবাসায় এই কামনায় সকলকে -

Happy Valentines Day

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

JotiL hoiSe 😀 Etai To ChaitesiLam eToDin

Level 0

সাইমুন ভাই,
দেখি কাজ করে কিনা ধন্যবাদ।

হা হা হা সাইমুন ভাই আমি প্রায় ৪-৫ মাস আগে এটা নিয়ে টিউন করে ছিলাম এবং এটার অসুবিধা হচ্ছে স্পিড কমে যায়। তবে https://www.techtunes.io/internet/tune-id/15186/ এই টিউনটি দেখেন ১০০% গ্যারান্টি স্পিড কমবে না এবং রেপিড শেয়ার থেকে অনায়েসে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ…………………..

    টেকটিউনসের সব পেজ আমার দেখা আছে কিন্তু এইটা নিয়ে কোন টিউন আমি দেখেনি।য়দি থেকে থাকে তাহলে আমাকে উক্ত টিউনটির লিংক দিন।আর যে টিউনের লিংক দিয়েছেন তা মডেমে কাজ করে না।

    ঠিক আছে নেও, লিংক দিয়ে দিলাম https://www.techtunes.io/internet/tune-id/10526/

    দু:খিত হাসিব ভাই, এই টিউনটি আমার চোখে পড়ে নাই।না হলে অন্য টিউন করতাম।এইটা কি আমি মুছে দেব।

    সাইমুন ভাই এই টিউনটি মুছার কোন যৌক্তিক কারন আমি দেখছি না কেননা একটি বিষয় নিয়ে একাধিক বার টিউন আসতেই পারে। আর নতুনভাবে উপস্থাপনের ফলে অনেক নতুন ভিজিটরদের টিউনটি বিশেষভাবে কাজে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ…………..

    আপনাকেও ধন্যবাদ।