আসসালামু-আলাইকুম,
এখন যেই জিনিসটা দেখাব, তা খুব জরুরি কোন বিষয় নয়; তবুও একটু দেখলে friend-এর পিসিতে মজা করতে পারবেন।
তো চলুন শুরু করা যাকঃ
১. আপনার বন্ধুর কম্পিউটারের স্ক্রীন শট নিন ( fn+prtsc); যাদের fn কি নাই তাদের শুধু prtsc.
২. এবার এটা পেস্ট করুন Paint-এ. JPEG বা PNG ফরম্যাটে save করুন।
৩. এইবার মজা, এটাকে ডেক্সটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখুন।
৪. এবারে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে view-এ মাউস রেখে show desktop icon এর টিক তুলে দিন।
৫. ব্যস...কাজ শেষ। বন্ধুর কম্পিউটার বন্ধুকে দিয়ে দিন
সবশেষে বলি এটা শুধুই একটা fun post. আপনারা সবাই হয়ত এটা জানতেন, কিন্তু এমন মজা করা যায় তা হয়ত ভাবেননি, তাদের জন্যই এই পোস্ট।
বিদায়...
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
Onek aage koresilam, bonduderk boka banie silam. he he .. 🙂