কিছু মনে থাকে না ! মনে করিয়ে দিবে গুগল রিমাইন্ডার ।

প্রিয় টিউনার বন্ধুগন টেকটিউনস  এ অনেক পুরনো  কিন্তু এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন । কথা না বারিয়ে শুরু করি...

আজ দুপুরে বন্ধুর বাড়ি যাবার কথা  ছিল কিন্তু মনে নেই, পরশু বন্ধুর জন্মদিন ছিল উইশ করতে মনে নেই, এই সব থেকে মুক্তি দিতে আপনার জন্য এল গুগল রিমাইন্ডার । এর সাহায্যে প্রতিদিন যত খুশি রিমাইন্ডার সেবা পাবেন বিনামূল্যে । এছাড়াও রয়েছে Weekly, MOnthly এবং Yearly রিপিট এর সুবিধা ।

যেভাবে চালু করবেনঃ

প্রথমে এই  www.google.com/calendar লিঙ্কে গিয়ে লগ ইন করুন ।

Setting এ গিয়ে mobile setup ট্যাবে ক্লিক করুন।

আপনার মোবাইল নম্বর দিন এবং  মোবাইলে আসা ভেরিফিকেশন কোডটি verification code টেক্সট বক্সে লিখে finish setup বাটনে ক্লিক করে ভেরিফিকেশন সমাপ্ত করুন ।

এবার celendars ট্যাবে ক্লিক করে notifications-এ ক্লিক করুন।

এখানে By default, remind me via-এর ড্রপডাউন থেকে sms নির্বাচন করুন এবং এভেন্ট কত সময় আগে এসএমএস পেতে চান তা লিখুন এবং choose how you would like to be notified-এর sms আংশে সবগুলো চেক বক্স চেক করে সেভ করুন । বাস,এখন থেকে গুগল ক্যালেন্ডারে আপনার এভেন্টের নির্দিষ্ট সময় আগে আপনার মোবাইলে বার্তা আসবে।

ভালো লাগলে কমেন্ট করবেন

সমস্যা হলে জানাবেন

Level 0

আমি মোঃ তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ খুব সুন্দার একটি টিউন। আমার অনেক কাজে আসবে। ধন্যবাদ ভাই এইরকম একটি টিউন দেবার জন্য

Level 0

বেশ কাজের একখানা টিউন, ধন্যবাদ।