ট্যাবলেটে উইন্ডোজ ৮ ইনস্টল করার প্রয়োজনীয় কনফিগারেশন (মিস করবেন না)।।

কেমন আছেন সবাই।
আশা করি ভালো আছেন। অনেক দিন
আপনাদের মাঝে না আসতে পেরে খুব
মন খারাপ লাগছিল।তাই আজ হুট
করে চলে আস্লাম।তাছাড়া বলুন
আপনাদের ও ব্লগ ছেড়ে কি থাকা যায়? কিন্তু কি আর
করবো বলুন কাজের কারনে সময়
অভাবে নিয়মিত আসতে পারি না।
তো বক বক না করে আজ যখন
এসেছি তখন কিছু আপনাদের
কে দেই। হয়ত ভালো লাগলেও লাগতে পারে ও উপকারেও
আসতে পারে। তো চলুন শুরু করি। বন্ধুরা উইন্ডোজ কম্পিউটার নির্ভর
ছিল, অপারেটিং সিস্টেমটির নতুন
সংস্করণ
থেকে সে অভিযোগটি উঠে যাচ্ছে।
তাদের নতুন
অপারেটিং সিস্টেমটি যে ক্রস প্লাটফর্ম ভিত্তিক
হবে সে কথা মাইক্রোসফট বেশ
আগেই ঘোষণা দিয়েছিল। ফলে নতুন

অপারেটিং সিস্টেমটি কম্পিউটারের
পাশাপাশি ট্যাবলেট এবং স্মার্টফোনেও কাজ করবে।
কি মজা। একটি প্রকাশিত
তথ্যে বলা হয়েছে, উইন্ডোজ ৮
ইনস্টল করতে হলে ট্যাবলেট
কম্পিউটারটিতে অবশ্যই ৫
টি ‘নিয়ন্ত্রক বাটন’ থাকতে হবে।
এ বাটনগুলো উইন্ডোজ লক, পাওয়ার, উইন্ডোজ কী এবং ভলিউম কমানো-
বাড়ানোর কাজে ব্যবহৃত হবে।
‘উইন্ডোজ কী’ বাটনটির ব্যাসার্ধ
অবশ্যই ১০.৫ মিলিমিটার
হতে হবে। তবে ট্যাবলেট
নির্মাতা প্রতিষ্ঠানগুলো এটাকে নিজস্ব রুচি অনুযায়ী ডিজাইন
করতে পারবেন। ট্যাবলেটটির
ডিসপ্লে কালার ৩২ বিট
এবং রেজ্যুলেশন ১৩৬৬x৭৬৮
হতে হবে। তো আসুন দেখি ইনস্টল করার জন্য ট্যাবলেটে আবশ্যিকভাবে কি কি থাকতে হবে: ১. ১০ গিগাবাইট ফাঁকা জায়গা।
২. ইউইএফআই সিস্টেমের সিস্টেম
ফার্মওয়্যার।
৩. তারহীন নেটওয়ার্ক
সুবিধা এবং ব্লুটুথ ৪.০।
৪. মোবাইল ব্রডব্যান্ড সুবিধা সম্পন্ন
ট্যাবলেটগুলোতে জিপিএস রেডিও।
৫. ডব্লিউডিডিএম ১.২ ড্রাইভার
সহ ডাইরেক্ট থ্রিডি ১০ ডিভাইস,
স্পর্শ নির্ভর সুবিধা থাকতে হবে।
৬. ক্যামেরা অবশ্যই ৭২০ পিক্সেলে ছবি উঠাতে সক্ষম
হতে হবে।
৭. অ্যামবিয়েন্ট লাইট সেন্সর
১-৩০কে এলইউএক্স ক্যাপাবল
হতে হবে।
৮. ইউএসবি ২.০ সমর্থন সুবিধা সহ পোর্ট এবং কন্ট্রোলার
থাকতে হবে।
৯. স্পিকার থাকতে হবে। তবে প্রসেসরের সর্বনিম্ন
গতি এবং র্যাম সংক্রান্ত কোন তথ্য
এখনো তারা প্রকাশ করেনি।
ট্যাবলেটের জন্য উইন্ডোজ ৮ এর
যে প্রয়োজনীয়তা তা নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু
হয়েছে। আর্ম ভিত্তিক প্রসেসরগুলোতে সিকিউর বুট
বাধ্যতামূলক করার ফলে উইন্ডোজ
ভিত্তিক
ট্যাবলেটে অ্যানড্রয়েডের
মতো বিকল্প আর কোন
অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবেনা।
Find me on facebook : http://www.facebook.com/arafcomputeripstricks

সবাই কে অনুরোধ COMMENT করুন
বেশি করে।

Level New

আমি lemonaraf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jak tahole asakori amar tablete kora jabe amake janaben vai jokhon kora jabe r kivabe kora jabe tar upor tun korben . Amar teblet holo samsung gt-8000 ki bolenmjabeto?

Level New

Owk try krbo