আসসালামু-আলাইকুম,
কেমন আছেন আপনারা? সবার সুস্থতা কামনা করে আজকের টিউন শুরু করছি।
আজকে আমি আপনাদের যেই ট্রিকসটা শেখাব তা অবশ্যই আপনাদের ভাল লাগবে (সবচেয়ে বড় কথা কাজে লাগবে) ।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করিঃ
প্রথমে আপনার ডেস্কটপের ওপর Mouse রেখে Right Button ক্লিক করুন।
এবার New এর ওপর Mouse রাখুন, এবার Shortcut-এ ক্লিক করুন।
এবার নতুন একটা Window আসবে। সেখানে নিচের Text-টা লিখুন।
rundll32.exe user32.dll, LockWorkStationএবার Next দিন। আপনার তৈরি নতুন Shortcut-টির একটা নাম দিন (যেমন আমি দিয়েছি Lock My Laptop)
এবার finish করলে আপনার কাজ শেষ। এখন দেখুন ডেস্কটপের ওপর ঐ Shortcut-টি এসেছে। এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটার লক হয়ে যাবে।
লক খুলতে আপনার অ্যাকাউন্টে ক্লিক করুন।
এটা খুবই সহজ। কী-বোর্ডের Windows Key+L প্রেস করুন। আপনার পিসি লক হয়ে যাবে।
ট্রিকসটা কাজে লাগলেই আমার এই টিউন করা সার্থক। আপনাদের ভালবাসা ও একটা ভাল কমেন্টের অপেক্ষায় রইলাম......
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
দ্বিতীয় পদ্ধতিটা সহজ, কিন্তু প্রথমটা এক কথায় ফাটাফাটি…