অন্যের ফেসবুক টাইমলাইনে একেবারে ফ্রীতেই শেয়ার করুন আপনার পোস্টগুলো

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আজ আপনাদেরকে একটি জনপ্রিয়  টিউন উপহার দিব। এই সাইটে এটি আমার প্রথম পোস্ট। আশা করি সবার ভাল লাগবে। ভিজিটর হচ্ছে যে কোন সাইট বা ব্লগের প্রাণ । আর সোশ্যাল বুকমারকিং হচ্ছে ভিজিটর পাওয়ার একটি সহজ উপায়। বিশেষ করে আমরা অনেকেই ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করি। আর আপনি যদি চান অন্যের ওয়ালে কোন কিছু পোস্ট করতে আর তা করার মাধ্যমে আপনার সাইটের ভিজিটর বাড়াতে , আপনি তা সহজেই করতে পারেন। কিন্তু , কিভাবে?  এই জন্য প্রথমে এই সাইটে যান, তারপর Register করুন আপনার ইমেইল আর পাসওয়ার্ডের মাধ্যমে। নতুন ভাবে রেজিস্টার করলেই আপনি পাবেন একেবারে 1০০০ টোকেন ফ্রী।

Link Collider

অতঃপর লগ ইন করুন আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে। তারপর ক্লিক করুন, POST A WEBSITE নামক ট্যাবে। অতঃপর, ক্লিক করুন Blog/Business/Personal নামক tab টিতে । অতঃপর, আপনার সাইটের Title , URL (আপনার পোস্টের লিঙ্ক) , Description (ইংরেজিতে) বসান এবং Initial Cost Per Activity হিসেবে ৩০ টোকেন নির্বাচন করুন , তারপর কোন একটি আইকন (ফটো) নির্বাচন করুন, আর Post এ ক্লিক করুন। OK করুন। ব্যাস, হয়ে গেল আপনার ৯০% কাজ।

অতঃপর, Dashboard নামক ট্যাবে ক্লিক করে আপনার সাইটের অপশন্‌স এডিট করে নিন। এজন্য ক্লিক করুন Edit Details & Options নামক ট্যাবে।  সেখান থেকে আপনার পছন্দের অপশন্‌স গুলো নির্বাচন করুন , বিশেষ করে, I would like to receive এর Shares এবং Tweet চেক বক্সে ক্লিক করুন সেগুলো সিলেক্ট করুন আর অন্য গুলো deselect করুন। তারপর, সেভ (Save) করুন।ব্যাস , আপনার কাজ হয়ে গেল ১০০%। এবার আপনি যদি, আপনার টোকেন বাড়াতে চান, তবে, Collect Free Tokens By ট্যাব থেকে আপনার সুবিধামত টি নির্বাচন করুন, আর, ফ্রী টোকেন সংগ্রহ করুন। আর প্রতিদিন লগ ইন করলে আপনি পাবেন ফ্রি ৩০০ টোকেন ।

আশা করি, এই পোস্টটি আপনাদের ভাল লাগবে। আর আপনাদের ভাল লাগলেই আমার এই পোস্টটি সার্থক হবে। আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।

আমি আছি All in Internet এ .

Level 0

আমি আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস