এবার আপনার নেট স্পিড সামান্ন্য হলেও বাড়বে মনে হয়। (একটি বার দেখুন বিফলে যাবে না)

অনেক দিন পর এলাম কিছু মনে করবেন না। এই ব্লগ  ছেড়ে থাকতে আমরও ভালো লাগে না কিন্তু কি করবো বলুন কিছু কর্ম যে না করলে নই। যাক ও সব কথা এখন থাক আপনারা আশা করি ভালো আছেন। আজ যে টা নিয়ে পোস্ট করেছি সেই টা নিয়ে বলি- DNS পালটে আমরা আমাদের নেট স্পীড কিছু টা হোলে ও বাড়াতে পারি এই টা আমি আগে জানতাম কিছু  DNS  এড্রেস  পালটে পালটে  দেখে ও ছিলাম কিন্তু কিছু সুফল পাই নি তাই আশা ছেরে দিয়েছিলাম।কিন্তু কিছু দিন আগে ঐ টা আবার মাথায় চলে এলো আবার একের পর এক DNS  এড্রেস  পালটে পালটে দেখতে লাগলাম আমি এই বার সফল ও হয়েছি ।আমার এই সফলতার ফল আপনার দের ভাগ দিতে এলাম ভাবলাম আমার যদি কাজে লাগে আমার ভাই দের ও লাগতে পারে।এবার বলি এই কাজ টি কি করে করবেন-প্রথমে Control Panel যান ওখানে CenterNetwork and Sharing Center এ ক্লিক করে CenterChange Adapter Settings এ ক্লিক করার পর আপনি যে নেট ব্যবহার করছেন তার Properties এ গিয়ে Networking যান ওখানে  Internet Protocol Version 4 (TCP/IPv4)   এ ডবল ক্লিক করুন তারপর Use the following DNS server addresses টা সিলেক্ট করে 

preferred DNS server  এ- 8.8.4.4

 

secondary DNS server এ   127.0.0.1      করে  দিন  আমার ছবির মতো  তারপর   ওকে করে  পিসি রিস্ট্রাট দিন  ।ভালো লাগলে  জানাবেন  আর না লাগলে ও জানাবেন ।ভালো থাকুন  সুস্থ থাকুন।

 

 

 

 

 

 

Level 0

আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am student.age 30years.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি ব্যাপার ? একটা টিউনই দুবার করার কোনও মানে আছে ?

Level 2

মি open vpn এ vpnbook এর ফ্রী vpn(udp53) ব্যাবহার করি।
আমার ইন্টারনেট(ব্রডব্যান্ড) এর স্পীড ২mb/s কিন্তু যখন IDM দিয়া ডাউনলোড করি তখন ২-৩ সেকেন্ড পর নেট এর স্পীড ০ হয়ে যায়।
দয়া করে সাহায্য করুন।

@ ami bondhu
আপনি কোন দুনিয়া তে থাকেন??? আপনার isp সাধারনত আপনাকে একটা আইপি দেয় এবং dns এড্রেস দেয় যার মাদ্ধমে আপনি নেট চালান। আপনি dns পালতাতে পারেন কিন্তু আপনার আইপি বদলাতে পারেন না। আপনি ছবিতে একটা manual একটা autometic দেখিয়ে এসব উলটাপালটা কি বলেন…।
আর আপনি মনে হয় যানেন না এখন ব্রডব্যান্ড dial up করে দেয়া হয়েছে এখন সুধু username আর পাসওয়ার্ড দিএ সরাসরি সারভার থেকে কানেকশান পাওয়া যায়……এসব ফালতু যিনিশ লিখার আগে একবার ভেবে দেখবেন

    Level 0

    @rashed rahul: ঐ IP টা চেন্জ করা যায় না কারন ঐ টা আপনি কোথায় রিচেবল আছে সেটা দেখায় একমাত্র প্রক্সি দিয়ে করা যায়।আর DNS সারভার চেন্জ করে কিছু টা ব্রাউজিং স্পিড বাড়ানো যায়।এটা যদি না জানেন তাহলে আপনি কোন দুনিয়া তে থাকেন??? ব্রডব্যান্ড dial up অনেক দিন আগে থেকে আছে তার সাথে এর সম্পর্ক নেই। নিজে পোস্ট করে জ্ঞান ফলান।

“পুরান পাগলের জ্বালাই বাচি না নূতন পাগলের আমদানি”-এই আর কি!

Level 0

BROTHER VERY VERY NICE TUNE……….JOBAB NY AMAR KAJ HOYECE………..THANKS……..

thanx amaro speed barse…sagoler speed jiboneo barbena…

ধন্যবাদ আপনার টিপস এর জন্য , হ্যাঁ ভাই এটা তে কিছু কাজ তো হয় ই , এটা গুগল এর পাবলিক ডি এন এস , ডায়াল আপ এর জন্য এটা কোন সমস্যা করবেনা , যারা ডায়াল আপ ব্যাবহার করেন তারা এটা করে দেখুন , মূলত ব্রাউসিং স্পীড টা বারবে বলা যায় ।

ধন্যবাদ ভাই কাজ হয়।

ভাইয়া আমি BTCL এর নেট ব্যবহার করি। আপনি কি BTCL এর বাপারে কিছু জানেন। কীভাবে তাদের ১ MBPS usernam password পাওা যাবে? প্লিস জানাবেন।