অনেক দিন পর এলাম কিছু মনে করবেন না। এই ব্লগ ছেড়ে থাকতে আমরও ভালো লাগে না কিন্তু কি করবো বলুন কিছু কর্ম যে না করলে নই। যাক ও সব কথা এখন থাক আপনারা আশা করি ভালো আছেন। আজ যে টা নিয়ে পোস্ট করেছি সেই টা নিয়ে বলি- DNS পালটে আমরা আমাদের নেট স্পীড কিছু টা হোলে ও বাড়াতে পারি এই টা আমি আগে জানতাম কিছু DNS এড্রেস পালটে পালটে দেখে ও ছিলাম কিন্তু কিছু সুফল পাই নি তাই আশা ছেরে দিয়েছিলাম।কিন্তু কিছু দিন আগে ঐ টা আবার মাথায় চলে এলো আবার একের পর এক DNS এড্রেস পালটে পালটে দেখতে লাগলাম আমি এই বার সফল ও হয়েছি ।আমার এই সফলতার ফল আপনার দের ভাগ দিতে এলাম ভাবলাম আমার যদি কাজে লাগে আমার ভাই দের ও লাগতে পারে।এবার বলি এই কাজ টি কি করে করবেন-প্রথমে Control Panel যান ওখানে CenterNetwork and Sharing Center এ ক্লিক করে CenterChange Adapter Settings এ ক্লিক করার পর আপনি যে নেট ব্যবহার করছেন তার Properties এ গিয়ে Networking যান ওখানে Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ডবল ক্লিক করুন তারপর Use the following DNS server addresses টা সিলেক্ট করে
secondary DNS server এ 127.0.0.1 করে দিন আমার ছবির মতো তারপর ওকে করে পিসি রিস্ট্রাট দিন ।ভালো লাগলে জানাবেন আর না লাগলে ও জানাবেন ।ভালো থাকুন সুস্থ থাকুন।
আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am student.age 30years.
কি ব্যাপার ? একটা টিউনই দুবার করার কোনও মানে আছে ?