প্রক্সি হল একধরনের ডিভাইস বা সার্ভিস যা আপনার কম্পিউটার ও ইন্টারনেটের মধ্যে যোগাযোগ বজায় রাখার মাধ্যম হিসেবে কাজ করে। প্রক্সি ব্যবহারে মাধ্যমে আপনি ব্লক ওয়েব সাইটে প্রবেশ করতে পারেন খুব সহজেই। কিন্তু আমি এবার দেখাব অন্য এক খেলা যার মাধ্যমে আপনি Google এর ট্রান্সলেটর ব্যবহার ব্যবহার করে প্রক্সির কাজ করতে পারবেন ও Blocked ওয়েব সাইটে সহজেই ঢুকতে পারবেন। তো চলুন প্যাঁচাল না বাড়িয়ে কাজে নেমে পরি।
প্রথমে আপনার ওয়েব ব্রাউজার খুলুন।
এবার ওয়েব ব্রাউজারের এড্রেস বারে নিচের মত করে লিখুন
http://www.google.com/translate?hl=en&sl=da&tl=en&u=http://www.your-web-site.com/
লাল রং করা অংশটুকুতে ঐ ওয়েব সাইটে এড্রেস লিখুন যে ওয়েব সাইটে আপনি প্রবেশ করতে চাচ্ছেন
নিচে কিছু উধাহরন দেয়া হল
=======================================================================================
http://www.google.com/translate?hl=en&sl=da&tl=en&u=http://www.techtunes.io/
http://www.google.com/translate?hl=en&sl=da&tl=en&u=http://www.youtube.com/
http://www.google.com/translate?hl=en&sl=da&tl=en&u=http://www.youtube.com/watch?v=5rpuft7djBA/
=======================================================================================
এবার ইন্টার করুন, তাহলেই আপনার কাঙ্খিত সাইটে প্রবেশ করবেন।
আমি NGN-BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aibabe youtube theke ki downld hobe.