আমি কখনো ব্লগ এ লেখিনি। এটি আমার প্রথম লেখা।
আসা করি আমার টিউন টি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশে ইউটিউব ওয়েব সাইট এর ব্যাবহারকারিরা নানা রকমের সমস্যায় ভুগছে। তাই আর দেরি না করে ৫.৪৬ এমবি এর এই সফটওয়্যারটি এখনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে-
তারপর নিচের ধাপ গুলো অনুসরন করুন ।
১. সফটওয়্যারটি ইন্সটল করুন । দেখবেন ডেস্কটপে সফটওয়্যারটির আইকন এসেছে ।
২. এবার আপনার ব্রাউজার টি বন্ধ করে ডেস্কটপ থেকে সফটওয়্যারটি চালু করুন । কিছুক্ষনের মধ্যে সফটওয়্যারটি অটোমেটিক কানেক্ট হবে ।
৩. তারপর আপনার ব্রাউজার টি চালু করুন ।
৪. এবার http://www.youtube.com এ ঢুকুন ।
৫. এটি একটি TRIAL VERSION সফটওয়্যার তাই প্রতিটি নতুন পেজ খোলার পর উপরের দিকে এই সফটওয়্যারের একটি অ্যাড আসবে অ্যাডটি বন্ধ করলেই idm ডাউনলোড লিঙ্ক আসবে youtube এর ভিডিও এর উপর। (আপনি সফটওয়্যারটি একটিভ না করেই যতদিন ইচ্ছা ব্যাবহার করতে পারবেন)
৬. এবার ডাউনলোড করুন ইউটিউবের যে কোনও ভিডিও ।
সতর্কতা: কোনো ডাউনলোড চালু করার পর সফটওয়্যারটি বন্ধ করলে ডাউনলোড বন্ধ হয়ে যাবে । আবার পুনরায় প্রথম থেকে ভিডিও টি ডাউনলোড দিতে হবে। কারণ এই সফটওয়্যারটি বিভিন্ন দেশের আইপি ব্যাবহার করে। তাই খেয়াল রাখবেন ।
বিঃ দ্রঃ বাংলাদেশ যে সব ওয়েব সাইট বন্ধ করা আছে ( youtube এর মত ) সেই সকল ওয়েব সাইট এ আপনি এখন ব্রাউজ করতে পারবেন।
কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাবেন । আমি চেস্টা করবো সমাধান দেয়ার।
কত টা ফলপ্রসূ হয়েছে আমার প্রথম টিউন কমেন্ট এ জানাবেন ।
আমি কৌতুহলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami akta computer pagla.amar computer er sob kisui khub janar issa. Ar computer somporke ami joto tuku jani ta apnader janate chai...
থাঙ্কু থাঙ্কু