আমাদের অনেক সময় হার্ড ডিস্ক এর PARTITION কে হাইড করার প্রয়োজন পরে কীভাবে আমরা হাইড করতে পারবো সেটা নিয়েই আমার এই টিউন । প্রথমে স্টার্ট এ ক্লীক করুন , দেখবেন My Computer বলে একটা অপশন পাবেন সেটাতে Right ক্লীক করুন । এরপর আরও অপশন পাবেন সেখান থেকে Manage এ ক্লীক করুন । এরপর DISK MANAGEMENT সিলেক্ট করুন । এরপর যে ড্রাইভ টা আপনি হাইড করতে চান সেটাতে Right ক্লিক করুন । এরপর Change Drive Letter and Paths সিলেক্ট করুন । আমি E DRIVE টা হাইড করতে চায় তাই আমি E Drive টা সিলেক্ট করেছি । এরপর রিমুভ এ ক্লিক করুন । সবশেষে নিচের ছবির মত একটা উইন্ডো খুললে Yes এ ক্লিক করুন । এরপর My Computer খুলে দেখুন তো Drive টা হাইড হয়ে গেছে তাই না ! এরপর আপনি যদি ড্রাইভটা কে আবার ফিরে পেতে চান তখন কি করবেন ? নো টেনসন আমি আছি না ! যেভাবে DISK MANAGEMENT খুললেন সেভাবেই খুলুন এরপর যে ড্রাইভটা কে হাইড করেছিলেন সেটাতে Right ক্লিক করুন আর Change Drive Letter and Paths সিলেক্ট করুন । এরপর ADD এ ক্লীক করুন । এরপর OK তে ক্লীক করুন । ব্যাস এবার দেখুন তো ড্রাইভটা আবার ফিরে চলে এসেছে তাই না ! কি কঠিন লাগলো নাকি ! কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোনও অসুবিধা হলে সেটাও বলবেন । ভালো থাকবেন । ধন্যবাদ ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, অনেক সুন্দর হয়েছে এবং আমি খুব উপকৃত হইলাম। বিষয়টি অনেক দিন ধরেই জানতে চাচ্ছিলাম।