এখন আপনি টেকটিউনস না খুলেই টেকটিউনস এর টিউন গুলো দেখতে পাবেন আপনার মেইল এ একদম সহজে

আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা টেকটিউনস খোলার সময় পান না মূলতঃ তাদের জন্যই আমার আজকের এই টিউন । তো চলুন দেখেনি কীভাবে আমরা টেকটিউনস এর টিউন গূলো মেল এ পাবো । প্রথমে যেভাবে টেকটিউনস খোলেন সেভাবেই খুলুন ।
এরপর টেকটিউনস আরএসএস এ ক্লীক করুন । নীচের ছবিতে দেখুন । 


এরপর দেখবেন নতুন একটা পেজ খুলবে সেখান থেকে Get Techtunes - ................ by email এ ক্লিক করুন । 

এরপর দেখবেন আর একটা নতুন উইন্ডো খুলবে সেখানে your email adress এর জায়গায় আপনার মেল অ্যাড্রেস দিন আর তারপর কোডটা দিয়ে complete .............. request এ ক্লিক করুন ।

এরপর আরও একটা নতুন পেজ খুলবে ঠিক নিচের ছবির মত সেটা দেখালে ট্যাবটা কেটে দিন । 

এরপর আপনার ইমেইল চেক করুন দেখবেন একটা নতুন মেল এসেছে সেটা ওপেণ করুন । এরপর যে লিংকটা দেওয়া রয়েছে সেটাতে ক্লীক করুন ।

এরপর একটা নতুন উইন্ডো খুলবে ঠিক নিচের মত ।

ব্যাস আপনার কাজ শেষ । এবার টেকটিউনস এ টিউন করা হলে সেই টিউনটা চলে যাবে আপনার মেইল এ । তবে একসাথে অনেক গুলো টিউন যায় , একটা একটা করে যায় না তাই অপেক্ষা করুন ।
অনেক গুলো টিউন প্রকাশিত হলে সেগুলো ঠিকই আপনার মেইল এ চলে যাবে ।
আশা করি আর কোনও অসুবিধা হবে না । কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন । ভালো থাকবেন । ধন্যবাদ ।
ও আর একটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হল এই নিয়ে যদি আগে কোন টিউন করা হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন । তবে আমি গত ১ বছর হল টেকটিউনস ভিসিট করছি তবে আমার মনে হয় না কোনও টিউন করা হয়েছে (অবশ্য আমার ভুলও হতে পারে) ।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিছু মনে করবেন না টেকটিউন ইমেল আরএসএ
ক্লিক করতে হবে
ধন্যবাদ

    @nabo1000: না না এতে মনে করার কী আছে ? টেকটিউনস টেকটিউনস ইমেইল আরএসএস এ ক্লীক করলে যেমন করা যায় তেমন উপরের পদ্ধতিতেও করা যায় । টেকটিউনস ইমেইল আরএসএস এ করলে কাজটা একটু সোজা হয় আর টেকটিউনস আরএসএস এ ক্লীক করলে কাজটা একটু কঠিন হয় এই আর কী !