আসসালামু আলাইকুম
অনেক সময় অসতর্কতার
কারণে আমরা আমাদের পারসোনাল +Gmail এড্রেস দিয়ে বিভিন্ন ওয়েব সাইটে একাউন্ট
খুলি এবং পরে দেখি সেটাতে হাজার
হাজার মেইল এ ভরে যায়। যেমন FB NOTIFICATIONS,
TWITTER
NOTIFICATIONS,FREELANER
NOTIFICATIONS
তখন প্রয়োজনীয় মেইল গু লো কে আর
আলাদা করতে পারিনা অথচ
আমাদের মেইল বক্সটি আমরা সব
সময়ই পরিষ্কার রাখতে চাই। তাই আজকে আপনাদের
দেখাবো কিভাবে ফিল্টারিং করে এই
মেইল গুলোকে আলাদা করে রাখবেন
আশা করি উপকারে আসবে আপনাদের।
প্রথমে আপনি আপনার GMAIL
আকাউন্টে সাইন ইন করুন তারপর settings>levels>create a new
level>এখানে facebook (যে সাইট
থেকে মেইল আসে তার নাম)
লিখে ওকে করুন।
তারপর
settings>filters>create a new filter>এখন একটা বক্স
আসবে,এখানে প্রথম ঘর From: এ
facebook (যে সাইট থেকে মেইল
আসে তার নাম) লিখে ,নিচে next
step এ চাপুন।
এবারে যে বক্স আসবে সেখানে skip the inbox
সিলেক্ট করুন,
apply the level সিলেক্ট
করে সেখানে facebook (যে সাইট
থেকে মেইল আসে তার নাম)
নির্বাচন করুন এবারে creat filter সিলেক্ট
করুন,দেখবেন facebook (যে সাইট
থেকে মেইল আসে তার নাম) এর সব
notification এক জায়গায়
চলে এসেছে।
এভাবে আপনি আপনার inbox ও clear রাখতে পারবেন
Find me 0n facebook : http://www.facebook.com/arafcomputeripstricks
আমি lemonaraf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
lemonaraf ধন্যবাদ আমার এটা প্রয়জন ছিল।