জেনে নিন Mouse এর Scroll/Middle Button এর নানান ব্যবহার!

সবাই কেমন আছেন।ভালো আছেন
তো? আবার চলে আসলাম আপনাদের
মধ্যে। পিসি হেল্পলাইন,বিডি ছেড়ে কি থাকা যায়।
তো আমি আজকে একটি ক্ষুদ্র টিপস
শেয়ার করবো।কিন্তু বিজ্ঞ জন
পড়বেন না আর
পড়লে টিপ্পনী কাটবেন না।ত
কাজের কথায় আসি। আশা করি যারা জানে না তাদের
ভাল লাগবে।মাউস
ছাড়া কম্পিউটার কে ভাবা যায়
না। এটির কিছু গোপন কাজ
আছে যা হয়ত
আমরা অনেকে জানিনা। তো চলুন দেখি কি এর গোপন কাজগুলি।
আমরা মাউসের Scroll/Middle
Button কে ব্যবহার করি শুধুমাত্র
পেইজ Scroll করার কাজে। আসুন
জেনে নিই এর অন্যান্য ব্যবহার
কৌশল:
1. আপনার ব্রাউজারের যে কোন
Tab এর উপর Middle Button
Click করুন, ঐ Tab টি বন্ধ
হয়ে যাবে।
2. Website এর যে কোন
লিংককে নতুন একটি Tab এ Open
করতে চাইলে লিংকটিতে Middle
Button Click করুন।
3. আপনার যদি ফোল্ডারে বুকমার্ক
Organize করার অভ্যাস
থাকে তাহলে ঐ Folder এ Middle
Button Click করুন সাথে সাথে ঐ
ফোল্ডারের অন্তর্ভুক্ত সব
লিংকগুলো আলাদা আলাদা Tab এ Open হবে। 4. Page Scrolling এর জন্য
Middle Button click and hold
করে মাউসটি উপরে নিচে Move
করান।

Find me on facebook : http://www.facebook.com/arafcomputeripstricks

তো বন্ধু রা চেষ্টা করে দেখেন
যেগুলো বললাম তা সঠিক কিনা। ক্ষুদ্র জ্ঞান তাই ক্ষুদ্র পোষ্ট।
ভালো লাগলে কমেন্ট করুন আর
উৎসাহ দিন ভবিষ্যৎ লেখার জন্য।
আজ এইটুকু থাকল পরে আবার দেব।

Level New

আমি lemonaraf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো।

আগে থেকেই জানতাম। :-*

কপি পেস্ট করতে খুব ভালো লাগে, না?
https://www.techtunes.io/computing/tune-id/120877