প্রোজেক্ট মার্ডার (৪): গ্রামীণফোন নেট ফ্রি ব্যবহার করুন পিসিতে (৩য় খন্ড)

হেই! নিয়ে এলাম প্রোজেক্ট মার্ডার এর ৪র্থ পর্ব এবং গ্রামীণফোন নেট ফ্রি এর ৩য় খন্ড। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টিউনে।

প্রোক্সি ডাউনলোড লিংক:

http://www.facebook.com/photo.php?fbid=632304243461815&set=a.552911908067716.93197396.552903374735236&type=1&relevant_count=1

সরাসরি প্রোক্সি কোড দিতে পারছি না বলে আন-রিকভাবে দুঃখিত।

প্রোক্সি যেভাবে পিসিতে ব্যবহার করবেন:

১। প্রথমে ডাউনলোড লিংক থেকে প্রোক্সি সংগ্রহণ করুন।

২। আপনার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। মোজিলা ব্যাতিত অন্যান্য ব্রাউজারে এইটা প্রযোজ্য নয়।

৩। এরপর টুলস থেকে অপশনস এ যান।

৪। অপশনস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে এডভান্স ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে নেটওয়ার্কস ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে সবচেয়ে উপরে সেটিংস তে ক্লিক করুন।

৫। কানেক্টশনস ডায়ালগ বক্স আসলে সেখানে ম্যানুয়াল প্রোক্সি কনফিগারেশন অপশনটি একটিভ করুন এবং এইচ.টি.টি.পি প্রোক্সি বক্সে ডাউনলোডকৃত প্রোক্সি কোড টি কপি-পেষ্ট করুন এবং পোর্ট অপশনে ৮০ লিখুন। ওকে তে ক্লিক দিয়ে বেরিয়ে আসুন।

৬। সেটিং করা শেষ এবার ব্রাউজিং করার পালা! এবার এডড্রেস বারে লিখুন wap.gpgamestore.com , নিচের মতো একটি পেজ আসবে।

৭। এখন দেখুন ওয়েব ইউ.আর.এল এর পাশে আরেকটি এডড্রেস বার আছে। সেখানে আপনার পছন্দ মত ওয়েবসাইট লিখুন এবং ব্রাউজ করুন ফ্রি! ফ্রি!! ফ্রি!!!

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে ফ্রি ডাউনলোড করার নিয়ম:

১। প্রথমে প্রোক্সি কোড টি সংগ্রহ করুন

২। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করুন। অপশনস এ যান। সেখান থেকে প্রোক্সি / শকস ট্যাবে যান। ইউস প্রোক্সি তে টিক চিহ্ন দিয়ে প্রোক্সি কোডটি কপি-পেষ্ট করুন, পোর্ট দিন ৮০। এরপর ওকে তে ক্লিক করে বেরিয়ে আসুন।

এবার মোজিলা ফায়ারফক্স ওপেন করুন যেটি আপনি প্রোক্সি কোড দিয়ে ব্যবহার করেন। এবার ডাউনলোড করুন বড় বড় ফাইন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে।

চায়নিজ সেটে এই প্রোক্সি ব্যবহার করতে পারেন এইভাবে:

APN: gpinternet

Proxy: ***.**.****.****

Port: 80

homepage: wap.gpgamestore.com

এই সেটিং দিয়ে একটি ব্রাউজিং প্রোফাইল তৈরি করে আপনার সেটের ডিফল্ট ব্রাউজার চালু করুন। হোমপেজে আসলে ওই রকম আরেকটি ব্রাউজার অপশন পাবেন। একই ভাবে ব্যবহার করুন আর মজা নিন।

বি:দ্র:

১। এই পদ্ধতি জাভা সার্পোট করে না। তাই ফেসবুক সহ অন্যান্য জাভা বেসেইড সাইট আসবে না।

২। এটি থার্ড পার্টি নেট । তাই পাসওর্য়াড দিবেন না। মানে ফেসবুক বা অন্যান্য সাইট যেগুলোতে ঢুকতে হলে পাসওর্য়াড দরকার সেসব সাইট এই দিয়ে ব্রাউজ করবেন না। না হলে আপনার আইডি হ্যাক হতে পারে।

৩। গ্রামীণফোন কর্তৃপক্ষ এই প্রোক্সি বন্ধ করে দিলে কমেন্ট করে আমাকে জানান। পরবর্তী প্রোক্সি নিয়ে প্রোজেক্ট মার্ডারে আমি আবার আসবো।

৪। ভাল স্পিড পেতে পি১ প্যাকেজ ব্যাতিত যেকোনো ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করুন।

৫। এইভাবে নেট ব্যবহার করলে আপনার কোনো টাকা কাটবে না। তবে দেশের ব্যান্ডউইথ বিনা টাকা রিচার্জে খরচ হবে, মানে সরকার এতে কোনো রাজস্ব পাবে না। এখন ভেবে দেখুন দেশের ক্ষতি করে ফ্রি নেট ব্যবহার করবেন নাকি।

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khotir r baki rakhcen ki? :-p

Level 0

block maran .. panic pola

Level 2

grameenphone soho sobaire arokom bash dile khub moja lage……………..

ai ak tune ar koibar korban??
akto beno system dakan

conect পায়না pd proxy r সাহায্য নিতে হয়,তাহলে লাভ কি?

Level 0

moulik tune koren. ak tune 4 bar kore ki proman korte chan?