আজকে একটি ছোট কিন্তু
দরকারি টিপস নিয়ে আসলাম। আমরা সবাই কম্পিউটারে কম
বেশি পেনড্রাইভ ব্যবহার করি।
পেনড্রাইভে কপি পেস্ট দ্রুত
গতি করার জন্য অনেকে আবার অনেক
সফটওয়্যার
ব্যবহার করেন। কিন্তু যে কাজ সফটওয়্যার ছাড়াই করা যায়
সেক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারের
কি দরকার। আজ
আমি দেখাবো কিভাবে সফটওয়্যার
ছাড়াই পেন ড্রাইভের
গতি বাড়াবেনঃ
1. প্রথমে My Computer এর উপর
মাউস রেখে ডান বাটনে ক্লিক
করে Properties এ যান।
2. তারপর Hardware সিলেক্ট
করে Device Manager এ যান।
3. এরপর Ports ( Com & LPT)
থেকে Communications Port (COM
1) এ ডাবল ক্লিক করেন।
4. এরপর Port Settings থেকে Bits
per second এ সর্বোচ্চ বিট
128000 নির্বাচন করে দিন।
5. এবার Flow Control
থেকে Hardware সিলেক্ট করে Ok
করে বেরিয়ে আসুন। এখন দেখুন পেন ড্রাইভের
কপি পেস্টের স্পিড কিছুটা হলেও
বেড়েছে।
Find me 0n facebook : http://www.facebook.com/arafcomputeripstricks
টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার https://www.techtunes.io/terms/ এর প্রতিটি টার্ম বুঝে নিন। নীতিমালা ভঙ্গের জন্য টিউনারের টিউন ও টিনারশীপ উভয় স্থগিত হতে পারে।
টেকটিউনসের বিভিন্ন বিষয়াদি জানতে 'টেকটিউনস সজিপ্র' https://www.techtunes.io/faq/ দেখুন।
আমি lemonaraf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই “Ports ( Com & LPT)” এটা খুজে পাচ্ছিনা।
ওএস:Win 7 Ultimate 32bit