প্রোজেক্ট মার্ডার (২য় পর্ব): পিসি থেকে আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান যেকোনো দেশের যেকোনো নম্বরে, যেকোনো সময়!

হেই! আমি গেমওয়ালা প্রোজেক্ট মার্ডার নিয়ে আবরো এসে পড়লাম। প্রোজেক্ট মার্ডার এর আজকের পর্বে থাকছে একটি সাধারণ টিপস যা দিয়ে আমারা আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠাতে পারি বিশ্বের যেকোনো দেশে, যেকোনো সময়!

কিছু কথা বলতে চাই, আমি গেমস জোন টিউন করি খুব আশা নিয়ে । এখন আমারই গেমস জোন কপি করে তার নাম লাগিয়ে দিচ্ছে এমন অনেক সাইট আপনারা পাবেন। গতকাল ফেসবুকে দেখলাম আমার ফেসবুকের গেমস জোন পেজটির হুবহু নকল করে আরেকটি পেজ খোলা হয়েছে। এবং পেজের পোষ্টগুলোও আমার গেমস জোনের। দেখে খুউবই কষ্ট পেলাম। আপনার আমার গেমস জোনের টিউনগুলো কপি করেন আমার রেফারেন্স দিয়ে কোনো সমস্যা নেই। যেমনটি অনেকেই করে থাকেন, এই যেমন চ্যানেল নাইন এর টেক শো “টেক গ্যারেজ” তে আমার গেমস জোনের টিউন গুলো থেকে ডায়ালগ নিয়ে থাকে।

যাই হোক আমি একটা কথাই বলতে চাই, ফেসবুকে আমার গেমস জোনের একটি মাত্র পেজ রয়েছে যা আমার দ্বারা চালানো হয়। তা হল:

http://www.facebook.com/games.zone.bd

এবার টিউন এ আসি:

ফ্রি আনলিমিটেড এসএমএস পাঠাতে হলে আপনার যা যা লাগবে:

১। এসএমএস ফর পিসি সফটওয়্যার,

২। যেকোনো কোম্পানির ২টি সিম কার্ড,

৩। যেকোনো স্পিড এর ইন্টারনেট কানেশন

আসুন শুরু করা যাক:

 

স্টেপস:

১। প্রথমে এসএমএস ফর পিসি নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আমাদের ফেসবুক পেজ থেকে।

ডাউনলোড লিংক:

 

http://ptf.com/download/sms4pc_desktop_messenger/6718737/

২। ডাউনলোড শেষ হলে সফট টি আপনার পিসিতে ইন্সটল করুন।

৩। ইন্টারনেট সংযোগ দিয়ে মানে নেট কানেক্ট করে সফটওয়্যারটি ওপেন করুন। নিচের মতো আসবে।

৪। সফট টি ওপেন করার পর নিচের মতো একটি একটিভিশন ডায়ালগ বক্স আসবে। এখানে দেশ দিন বাংলাদেশ (অথবা আপনি বিদেশ থাকলে ওই দেশ দিন)। মোবাইল বক্সে আপনার ২টি সিম এর যেকোনো একটি দিন। এরপর আপনার একটিভ ইমেইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

৫। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি একটিভিশন কোড আসবে এসএমএস আকারে। সেই কোডটি এর পরের ডায়ালগ বক্সে লিখুন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।

৬। এখন শুধু মেসেজ পাঠানোর পালা। মেসেজ পাঠানে থাকুন।

এখন প্রতিটি নাম্বারে মাত্র ৫টি করে মেসেজ পাঠাতে পারবেন আপনি। এরপর আপনাকে নেট থেকে টাকা দিয়ে মেসেজ কিনতে হবে। তবে একটি ট্রিক দিয়ে এটি আপনি ফ্রি তে করে নিতে পারেন।

এখন আপনার আরেকটি সিম দিয়ে রেজিস্টেশন করুন আগের মতো। আবার পান ৫টি মেসেজ। এভাবে দুটি সিম দিয়ে পাঠাতে থাকুন আনলিমিটেড ফ্রি মেসেজ!

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

2 ta sim use korle…1 number a 10 ta sms send korte parbo. eta unlimited kivabe holo. 🙁

Er dine 10 atr nam unlimited Ba! valo to valo na…..

Level 0

আপনার মজিলা চলে না. 1 দিন পর বল্ক করে দিচে @টিউনার ভাই

Level 2

Tahole unlimited SMS pate unlimited sim-o lagbe?……!!! 🙁

    ভাই! আপনি মাথা মোটা! পুরো টিউন টা ভালো ভাবে পড়ে তারপর কমেন্ট করবেন। যত্তসব!

    আমি বলছি যে, ২টি সিম নিবেন। প্রথম টি দিয়ে ৫টি পাঠিয়ে তারপর ২য়টি দিয়ে আরো ৫টি পাঠান। এরপর আবারো ১ম টি দিয়ে ৫টি এবং ২য়টি দিয়ে ৫টি। এভাবেই তো আনলিমিটেড!

Level 0

obaq holam …!

    Level 0

    @SiiZ:
    ami o…

    tahola 2ta sim er dor kae ki. 1 ta diya dila e to hoi.

Level 0

Ami o tuner hote cai..ekta wap kulte cai mobile app er.jekane java,symbin,android app thakbe+blog style mane oi gular detials…apnader karo maddome kulbo.ami temon bujina..bajet koto lagbe??kotha theke kul le nirapod?amar wap delet korbena.

Level 0

ভাই ,
সব টুকু তো পড়লাম কিন্তু ডাউনলোড তো করতে পারছি না । software টি কোন site এ আপলোড ‍করে Link দিলে উপকার হতো । Thanks for your post.

ভাইরে কত চেষ্টা করলাম কিন্তু download করতে পারলাম না। কি করি?

ভাই এই sevice টা মনে হয় বন্ধ হয়ে গেছে। একটু চেক করেন ।

ভাই এই sevice টা মনে হয় বন্ধ হয়ে গেছে। একটু চেক করেন ।