জেনে নিন কিভাবে Alexa Rank ২ কোটি থেকে ২ লাখের নিচে আসবে!!!

Alexa PNG Logo

আমি যখন আমার সাইটটি নতুন খুলি তখন এর Alexa Rank ছিল ২.৫ কোটির ও বেশি। স্বাভাবিক ব্যাপার। কারণ তখন কোন ব্যাকলিংক, পোস্ট ছিল না। কিন্তু মোটামুটি কিছু পোস্ট করার পরও র‌্যাংক এর কোন উন্নতি হচ্ছিল না। অনেক গুলো পোস্ট ও লিংক হবার পর ১.৫ কোটির নিচে নামে। কিন্তু বর্তমানে মাত্র ২,১৯,০০০! দ্রুত Alexa Rank ইমপ্রুভ করার কিছু উপায় আপনাদের দিলাম-

  1. নিয়মিত নতুন পোস্ট দিবেন। সম্ভব হলে প্রতিদিন নতুন পোস্ট।
  2. যেসব সাইটের ভাল র‌্যাংক এবং ভিজিটর আছে সেগুলোতে লিংক তৈরী করবেন। বিস্তারিত
  3. Alexa Traffic Widget, Review Widget,  আপনার সাইটে যুক্ত করে দিন।
  4. আপনার সাইটের জন্য একটি Alexa Toolbar তৈরী করুন
  5. আপনার সাইট ভিজিট করার সময় Alexa Toolbar ব্যবহার করুন। আপনার বন্ধুদেরকেও অনুরোধ করুন তারা যাতে Alexa Toolbar ইন্সটল করে আপনার সাইট ব্রাউজ করে।
  6. আপনার সাইটটিকে Alexa তে Claim করুন।
  7. বিভিন্ন Search Engine এ সাইট সাবমিট করুন
এই নিয়মগুলো ঠিক মত মানতে পারলে আপনি ২ লাখ কেন, খুব সহজেই ১ লাখেরও নিচে নিয়ে যেতে পারবেন।
এই ৭টি পদ্ধতির মধ্যে কয়েকটি করা বেশ জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। Alexa বিষয়ক প্রত্যেকটি সমস্যার উত্তর এবং টিউটোরিয়াল পাবেন এখানে- Alexa Tricks.
এখানে Alexa ছাড়াও আরও বেশ কিছু টিপস  পাবেন। সবগুলোই মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনার কাজে লাগবে।
ধন্যবাদ।

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা হল ভাই? এখানে শুধু প্রচারনার জন্য লিংক দিলেন? অনুগ্রহ করে পুর্নাঙ্গ টিউন লিখে আপনার সাইটের লিংক দেন। টেকটিউনস এর ধরনের প্রচারনা সমর্থন করেনা অনুগ্রহ করে টেকটিউনস নীতিমালা পড়ে টিউন করুন।

ধন্যবাদ!

Level 0

ভাইরে, যে কটা লিংক দেয়া হয়েছে দরকারি ভেবেই দেয়া হয়েছে। আমি ৭ টা টিপস দিছি। ৭ টা টিপস পুরো লিখতে গেলে ৭ টা পোস্ট দিতে হবে। এত বড় লেখা ১টি পোস্টে সম্ভব না।

আমি শুধু টিপস গুলো দিছি। এখন যদি কারো সেগুলোর উপর ও টিউটোরিয়াল লাগে সেজন্য লিংক দিছি। যারা এই কাজ গুলো জানে তারা শুধু টিপস গুলো মানলেই হবে। আর যারা নতুন তাদের লিংকগুলো কাজে লাগবে।

এখন বলেন কিভাবে- ৪/৫ হাজার শব্দের একটা টিউন আমি লিখব একটা পোস্টের মধ্যে?

Level 0

“নিয়মিত নতুন পোস্ট দিবেন। সম্ভব হলে প্রতিদিন নতুন পোস্ট।
যেসব সাইটের ভাল র‌্যাংক এবং ভিজিটর আছে সেগুলোতে লিংক তৈরী করবেন”

এই দুটি ছাড়া বাকী গুলা পছন্দ হলো না।

Level 0

আপনি যদি Alexa Rank ইমপ্রুভ করতে চান তাহলে পত্যেকটি টিপস ই জরুরী। তবে রিভিউ টা এখন অচল অবস্থায় আছে। http://munnamark.blogspot.com/2013/10/alexa-website-review-stopped.html

আপনি তো দুটো বললেন। আর আমার মতে এখানে সত্যিকার ভাল দিক হলো একটা। – নিয়মিত নতুন পোস্ট দিবেন। সম্ভব হলে প্রতিদিন নতুন পোস্ট।

বাকিগুলো হলো Just ঘুষ। (Alexa বরাবরই ঘুষ খায়!) 🙂