স্টার্ট মেনু ও টাস্ক বারে যোগ করুন Ricycle Bin : Windows 7

স্টার্ট মেনু ও টাস্ক বারে রিসাইকেল বিন যোগ করতে প্রথমে My Computer এ প্রবেশ করে অ্যাড্রেস বার এ নিচের লাইনটি কপি করে পেস্ট করুন। এবং এন্টার চাপুন। your_user_name নেম এর জায়গায় আপনার কম্পিউটার এর ইউজার নেম ব্যাবহার করুন, যেমন আমি matraheen ব্যাবহার করেছি।

C:\Users\your_user_name\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu

সমস্যা হলে নিচের চিত্র দেখুন

তারপর ফাকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Shortcut এ ক্লিক করুন।

Type the location of the item এর নিচের বক্সে নিচের লাইনটি কপি করে পেস্ট করুন এবং Next ক্লিক করুন।

explorer.exe shell:RecycleBinFolder

তার পরের উইন্ডোতে Type a name for this shortcut এর নিচের বক্সে Recycle Bin লিখে Finish ক্লিক করুন।

Recycle Bin শর্টকাট এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করেন

নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে। Shortcut > Change icon এ ক্লিক করলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে।

নতুন উইন্ডোতে Look for icons in this file এর নিচের বক্সে নিচের লাইন টি কপি করে পেস্ট করুন, OK ক্লিক করুন। এখন Ricycle Bin এর Icon টি সিলেক্ট করে Ok করুন। আবার Apply এবং Ok করুন পুর্বে ওপেন হওয়া উইন্ডোতে।

নিচের মত Recycle Bin এর শর্টকাট দেখতে পাবেন। আমাদের কাজ প্রায় শেষ। এবার উইন্ডোটি ক্লোজ করে দিন।

এখন Start মেনু তে ক্লিক করে সার্চ বক্সে লিখুন Recycle Bin

Recycle Bin এর উপর কার্শর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন, যদি আপনি টাস্ক বারে রিসাইকেল বিন রাখতে চান তবে Pin to taskbar আর যদি স্টার্ট মেনুতে রিসাইকেল বিন রাখতে চান তবে Pin to start menu তে ক্লিক করুন। আপনি ইচ্ছে করলে দুই জায়গাতেই রাখতে পারেন।

কাজ শেষ। নিচের চিত্র দেখুন।

সমস্যা হলে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

Level 0

আমি Matraheen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস