ছোট ছোট সমস্যা ছোট ছোট সমাধান

প্রায়শই কিছু কিছু সমস্যা এতটা পীড়ার কারন হয়ে দেখায় যে কম্পিউটার ব্যবহাররে প্রতি একটি নেতিবাচক মনোভাব চলে অসে। কয়েকটি খুব কমন প্রবলেমস এর মধ্য সবচেয় বিরক্তিকর সমস্যা হল নিম্নে উল্রেখিত মেসেজ, কম্পিউটারে খুব জরুরী কোন কাজ করছি হঠাৎ বলা  নেই কওয়া নেই পিসি রিস্টার্ট হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে , তখনকার যে বাস্তব প্রেক্ষাপট তা বাস্তবভোগী ছাড়া কেউ অনুধাবন করতে পারবে না । কিছু কিছু ক্ষেত্রে একটি ছোট সমস্যা অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে।সমস্যা গুলো ছোট ছোট হলে  সমাধান  ছোট ছোট আছে। অনেক ক্ষেত্রে সমাধান অনেক জটিল। নিম্নের মেসেজগুলি লক্ষ্য করুন মেসেজ দুটি প্রায় একই-

একটি হল-"Windows must now restart because DCOM Server Process Launcher serviceterminatedunexpectedly. " The shutdown is initiated by NT AUTHORITY\SYSTEM

অন্যটি হল:- "System shutdown initiated by NT Authority/system System must restart because DCOM server process launcher terminated".

একটি ছোট্ট সমাধান হল:

Start>Run (shoutdown -a অথবা  shutdown /a টাইপ করে এন্টার চাপুন)

লক্ষ্য করবেন এই কমান্ড ব্যবহার করার পর থেকে পিসি পুনরায বার বার অটোমেটিক রিস্টার্ট হচ্ছে না।

অরেকটি ছোট সমস্যা হল Search/Replace:

বতমানে অভিজ্ঞ অনভিজ্ঞ যারাই ওয়েব সাইটনিয়ে কাজ করছন প্রত্যকের একটি কমন সমস্যা হয়ে থাকে, যেমন কোন একটি ওয়েভ টেম্পপ্লেট পছন্দ হল আপনি চাচ্ছেন তা এডিট করে ব্যবহার করবেন ‌। কিন্তু এর পেজ সংখ্যা একটু বেশী, সবগুলো পেইজকে এডিট করা দরকার এবং সব পেইজে গুগলি বা অন্য কোন এড ব্যবহার করে থাকলে তার আইডি নাম্বার এড বা রিপ্লেস করতে চাচ্ছেন, তথন সময় একটু বেশী ব্যয় করতে হয়, এবং  অন্যান্য  সমস্যা হয়ে থাকে। এইসব ক্ষেত্রে Search/Replace ইউটিলিটি খুব কাজে আপনার। এটি ফোল্ডারের ভিতরের টেক্সটকে Replace করতে পারে। ইউটিলিটি টেক্স এর Search/Replace এর জন্য খুব কাজের টুলস।

Simple Search-Replace  ইউটিলিটি সব ভার্সনের উইন্ডোজে সাপোট করে। এটির Full Windows Installer সাইজ মাত্র ৪৪৫১ কি.বা. Simple Search-Replace v1.0৭ ভাসনটি ডাউনলোড করতে নিম্নের লিংকটি ব্যবহার করুন:

http://www.rjlsoftware.com/software/utility/search/download.shtml

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যিই কজের জিনিস

Level 0

Hummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

এম ইয়াকুব ভাই
ভাল চালিযে যান