একের ভিতর সব আই-স্কাইসফট [ ৫৯ ডলারের অডিও-ভিডিও কনর্ভাটার পুরোটাই বিনামূল্যে ]


অডিও কিংবা ভিডিও ফাইল পারস্পরিক রূপান্তরের জন্য সবারই শরনাপন্ন হতে হয় তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যারের। বিনামূল্যে অনেক ধরণের সফটওয়্যার থাকলেও উপযুক্ত কাজটি সঠিকভাবে আদায় করা যায় না কোনো কনর্ভাটার থেকেই। সবচেয়ে বড় দুর্বলতা সব ধরণের ফাইল রূপান্তর করতে না পারা। অধিকাংশ আবার সাতদিন কিংবা ত্রিশ দিন পেরোতোই জেঁকে বসে রেজিস্ট্রেশন করানোর বায়না নিয়ে। এসব ঝামেলায় না যেতে চাইলে আপনার জন্য আছে সহজ সমাধান- মাত্র ১৭.৩৭ মেগাবাইট আকৃতির ক্ষুদে সফটওয়্যার আই-স্কাইসফট ভিডিও কনর্ভাটার আলটিমেট, নামে ভিডিও কনর্ভাটার হলেও একে দিয়ে প্রায় সব ধরণের মিডিয়া ফাইল পারস্পরিক রূপান্তর করার পাশাপাশি ব্যবহার করা যাবে অডিও এবং ভিডিও এডিটর হিসেবে। এমনকি সিডি/ডিভিডি বার্ণ করা, কোনো গান অথবা ভিডিওতে লুকিয়ে থাকা বিশেষ অংশ প্রয়োজনে কেটে নেওয়ার জন্য ক্লিপিং অপশনও পাওয়া যাবে। আর অনলাইন থেকে সরাসরি লিংক দিয়ে মিডিয়া ফাইল ডাউনলোড করার ব্যবস্থা তো থাকছেই। 

এজনজরে উল্লেখযোগ্য ফিচারগুলো:
 
ভিডিও এডিটিং
সিডি/ডিভিডি বার্ণ
 ক্লিপ বা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া
লিংক থেকে ডাউনলোড বা ইউআরএল ডাউনলোড

যে সব ফাইল ফরমেট সমর্থন করে:






 
ডাউনলোড লিংক:
 http://1337x.org/torrent/288792/0/

সতকতা:

মিডিয়া ফায়ার এবং ড্রপবক্স থেকে ফাইলটি মুছে দেওয়া হচ্ছে তাই অন্য লিংক দেওয়া হলো। তবে এই লিংক থেকে শুধুমাত্র ট্রয়াল কপি নামানো যাবে। যা চিত্রে দেখানো পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এই রেজিস্ট্রেশন কি শুধুমাত্র ৩.১.২ সংস্করণের জন্য।

পরিশেষে:

কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। সেজন্য ৫৯ ডলারের এই সফটওয়্যারটির নিবন্ধন করার বায়না নিয়ে জেঁকে বসতে না পারে তাই রেজিস্ট্রেশন কোড মিলিয়ে দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। বি:দ্র: ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।।। আর পোস্টা কেমন হলো অবশ্যই জানাবেন।।।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ড্রপ বক্স তো খালি। Error (509)
This account’s public links are generating too much traffic and have been temporarily disabled! এইটা দেখায়। মিডিয়া আগুন এ দিলে ভাল হয়।

    @akashroddur: মিডিয়া ফায়ার এবং ড্রপবক্স থেকে ফাইলটি মুছে দেওয়া হচ্ছে তাই অন্য লিংক দেওয়া হয়েছে।

Kon jai gai vai apnar software. Download link is error. Please, update it.

    @Nirob_ Khan: মিডিয়া ফায়ার এবং ড্রপবক্স থেকে ফাইলটি মুছে দেওয়া হচ্ছে তাই অন্য লিংক দেওয়া হয়েছে।

Level 0

sry bhijan a ra DL hoy but BitTorrent 7.6.1 ai soft dia DL koran hoya jaba prb nai ami korsi…….na hola to asi

Thank you very much , Nice tune !!! And Done All.

ভাই আপনার লেখা তো পড়তে পারলাম না???????????

Level 0

ভাইজান ইন্সটল দিলে tom tv দেখাছে কিছু তো বুজতাচি না

Level 0

আন্ন একটা ডাউনলোড লিংক দিবেন?