আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।

আমার ফ্রেন্ড লিসট এ এক জনের নাম "আমি পাগল" ।

-হে , এর নাম এমন কেন ?

- আপনার মতো আমিও অবাক হয়ে ছিলাম, কিন্তু আজ দেখছি আমাকেও "আমি পাগল" নামটা নিতে হবে । আমার আগের পোস্টটাতে অনেকের ধারনা আমি পাগল হয়ে গেছি এবং আমার বাসার কেউ জানে না ?

আগের পোস্টটা ছিল এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !

কমেন্ট গুলো দেখে আসতে পারেন।
এর আগের পোস্টআপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !

এরও আগের পোস্ট Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।

আজকের লেখাটা তাহলে শুরু করি । অবাক হবার কিছু নাই

আপনার যা যা লাগবে ঃ

১। এক টুকরো  বরফ।

২। একটা বড় সাইজের মগ ।

ব্যাস আর কিছুই লাগবে না ।

এখন আসেন কাজে নেমে যাই ।

প্রথমে মগের ভেতর আধা মগ ( বা তার চেয়ে এক্তু কম ) পানি নিয়ে Deep refrigerator ( মানে ফ্রিজে ) রেখে বরফ বানান । ধরে নিলাম বরফ হয়ে গেলো । এখন অই টুকরো টাকে হাত দিয়ে ঘসতে থাকুন । দেখবেন পানি পরতে থাকবে । যখন পানি পড়বে তখন আপনি দেখেন আপনার বরফের টুকরোটা স্বচ্ছ হয়েছে কিনা ?

যতক্ষণ আপনার বরফের টুকরোটা এমন স্বচ্ছ না হবে যে আপনি এ পিঠ থেকে অন্য পিঠ দেখতে পাচ্ছেন । ততক্ষন ঘসতে থাকুন। ধরে নিলাম  এখন আপনি কাঙ্কখিত পর্যায়ে চলে এসেছেন।  এখন আপনি সূর্যের দিকে মুখ করে ঐ বরফের টুকরো কে রাখুন। একটু নাড়া চাড়া করুন। দেখবেন আলোক রশ্মি কেন্দ্রীভূত হয়েছে। যখন  আলোক রশ্মি কেন্দ্রীভূত হবে তখন আপনি ঐ অবস্থাতে রেখে নিছে একটা শুকনো পাতা বা কাগজের টুকরো রাখেন । দেখবেন কিছুক্ষন পর আগুন ধরে গেসে..................... আমাকে পাগল না বলার জন্য VEDIO  টা দেখেন http://www.youtube.com/watch?v=FkMf688Y9ME
আমি আবারো বলছি আমাকে পাগল বলবেন না...সতর্কতার সাথে কাজ করুন।
আমি এখানে আছি

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nyc tune bro………

Level 0

onekta magnifying glass er mtoi .

Level 0

Chaliye jaan

ভাইয়ারা, বুঝতেই তো পারছেন আমি নতুন(+est) |
তো যাই হোক, পোস্টটা ভীষণ মজার |||

Level 0

nice post

thnax to all

Level 0

আমি অনেক আগে একবার করেছিলাম, বরফটা একটু পাতলা স্লাইসের মত করে ফেললে কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ।

হুম,এক্সপেরিমেন্টটা আমি নিজে একবার করেছি।অবাক হবার কিছু নেই,স্বচ্ছ অবস্থায় বরফ ম্যাগনিফাইন গ্লাসের মতই কাজ করে।8-)

Level 0

ha ha ha hu hu hu

দারুন ।

Level 0

nice

দারুন, ধন্যবাদ শেয়ার করার জন্য..

Thanx to all plz share

উত্তল দরপন এর কাজ করবে বরফ এর টুকরাটি। দারুন বুদ্ধি।

ওয়াও!! কি বুদ্ধি আপনার!!!!

হুম……শুধু পাগল বললে আপনার প্রতি অবিচার করা হবে………..তবে পা গ ল + সাইন্টিষ্ট = ? যা উত্তর হয় আপনি তাই….হি…হি…হি কি রাগ করেলেন বুঝি ?

Level 0

nice post

Level 0

oshadharon..carry on creative thinking.
.

অসাধারণ

দারুন তো 😀

অনেক সুন্দর হইসে ভাইয়া আরো চাই