আমার ফ্রেন্ড লিসট এ এক জনের নাম "আমি পাগল" ।
-হে , এর নাম এমন কেন ?
- আপনার মতো আমিও অবাক হয়ে ছিলাম, কিন্তু আজ দেখছি আমাকেও "আমি পাগল" নামটা নিতে হবে । আমার আগের পোস্টটাতে অনেকের ধারনা আমি পাগল হয়ে গেছি এবং আমার বাসার কেউ জানে না ?
আগের পোস্টটা ছিল এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
কমেন্ট গুলো দেখে আসতে পারেন।
এর আগের পোস্টআপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
এরও আগের পোস্ট Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।
আজকের লেখাটা তাহলে শুরু করি । অবাক হবার কিছু নাই ।
আপনার যা যা লাগবে ঃ
১। এক টুকরো বরফ।
২। একটা বড় সাইজের মগ ।
ব্যাস আর কিছুই লাগবে না ।
এখন আসেন কাজে নেমে যাই ।
প্রথমে মগের ভেতর আধা মগ ( বা তার চেয়ে এক্তু কম ) পানি নিয়ে Deep refrigerator ( মানে ফ্রিজে ) রেখে বরফ বানান । ধরে নিলাম বরফ হয়ে গেলো । এখন অই টুকরো টাকে হাত দিয়ে ঘসতে থাকুন । দেখবেন পানি পরতে থাকবে । যখন পানি পড়বে তখন আপনি দেখেন আপনার বরফের টুকরোটা স্বচ্ছ হয়েছে কিনা ?
যতক্ষণ আপনার বরফের টুকরোটা এমন স্বচ্ছ না হবে যে আপনি এ পিঠ থেকে অন্য পিঠ দেখতে পাচ্ছেন । ততক্ষন ঘসতে থাকুন। ধরে নিলাম এখন আপনি কাঙ্কখিত পর্যায়ে চলে এসেছেন। এখন আপনি সূর্যের দিকে মুখ করে ঐ বরফের টুকরো কে রাখুন। একটু নাড়া চাড়া করুন। দেখবেন আলোক রশ্মি কেন্দ্রীভূত হয়েছে। যখন আলোক রশ্মি কেন্দ্রীভূত হবে তখন আপনি ঐ অবস্থাতে রেখে নিছে একটা শুকনো পাতা বা কাগজের টুকরো রাখেন । দেখবেন কিছুক্ষন পর আগুন ধরে গেসে..................... আমাকে পাগল না বলার জন্য VEDIO টা দেখেন http://www.youtube.com/watch?v=FkMf688Y9ME
আমি আবারো বলছি আমাকে পাগল বলবেন না...সতর্কতার সাথে কাজ করুন।
আমি এখানে আছি
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
nyc tune bro………