হ্যাঁ সত্যিই তাই। Mig33 মুলত মোবাইলের একটি চ্যাটিং সফটওয়্যার। এর সাহায্যে মোবাইলের মাধ্যমে Chat করা হয়। এবার আসুন PC থেকেই Mig33 ব্যবহার করি।
আপনারা এর জন্য দুটি সফটওয়্যার এর মধ্যে যে কোনটি ব্যবহার করতে পারেন।
সফটওয়্যারদু'টি ডাউনলোড করুন ১ম টিএখান থেকে এবং ২য় টিএখান থেকে
ব্যবহারের নিয়ম একদম Yahoo Messenger এর মত এবং আরেকটি Mobile এর মত!! এবার Chat হবে লক্ষ লক্ষ মোবাইল User দের সাথে।।
আমি টেকটিউনস্ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম “টেকটিউনস্ এ কোন কিছু একবার সার্চ করা হলে পরবর্তীতে পুনরায় সার্চ করতে গেলে আবার প্রথম পাতাতে যেতে হয়। একবার সার্চ করার পর যদি সার্চের অপশনটি থাকে তবে টিউনারদের সুবিধা হবে বলে আমার মনে হয়।”
ফ্রি মুভি, গেমস্, গান, ইবুক, ওয়ালপেপার, সফটওয়্যারসহ আরো অনেক কিছু ডাউনলোড করুন এখান থেকে
আপনাদেরকে ধন্যবাদ।
আগের টিউনগুলোঃ
০১। এবার Change করুন আপনার ভয়েজ!! চ্যাট হবে ভয়েজকে চেঞ্জ করে!!!
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
bro room mod rao ban ditey parben sjboy emulator diye swifty 4.2 run koran and >.bn usernamenabola__bhalobasha
আপনার দেয়া সফটোয়্যারটি ব্যবহার করে দেখলাম। অবশ্য আমি মোবাইলের তুলনায় পিসি থেকেই মিগ৩৩ ব্যবহার করি। এছাড়া Moderator হবার সুবাদে কয়েক ধরনের kicking tool ও ব্যবহার করি। আপনার সফটওয়্যারটি পাওয়ার পর মনে হলো আমি যাবতীয় সবকিছুই করতে পারবো যা আমি মোবাইল দিয়ে করতে পারি।
দু:খের কথা হলো আমি সাইট থেকে বা কোন পিসি সফটওয়্যার থেকে এখন পর্যন্ত ID banned করার সুবিধাটি পাইনি। আপনার কাছে কি এমন কোন সফটওয়্যার আছে ? যা দিয়ে এই কাজটি করা সম্ভব? আমি Bangladesh-U room এর Moderator। আমার রুমে টেকটিউনের সবাইকে আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায়।
(SJboy software টি দিয়ে কিছুক্ষন আগে Emotion pack কিনলাম। 😀 )