অনেক সময় আমরা কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার এ বিভিন্ন ফাইল রেখে দেই। পরে ফাইল টি কোথায় রেখেছি তা আমরা ভুলে যাই।পরবর্তীতে প্রয়োজনের সময় ফাইল টি খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়। ফলে আমাদেরকে Computer এর Search ইঞ্জিনের সাহায্য নিতে হয় যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ফাইল টি Computer এ থাকা সত্ত্বেও Search Result এ ফাইল টি দেখা যায় না। এ সমস্যা হতে আপনাদের মুক্তি দিতে আমি আজ আপনাদেরকে এমন একটি Software এর সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি আপনার কাঙ্খিত ফাইল টির নাম লিখলেই সেটি মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসবে। অত্যন্ত কাজের এই Software টির নাম AVA Finder Professional. এই সফটওয়্যারটির সাইজও অত্যন্ত ছোট মাত্র ১.২ MB. চমৎকার এই Software টি Download করুন এখান থেকে
আমি Rohid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান। পোস্টের জন্য ধন্যবাদ।