No মশা No চিন্তা !!!

mosquito.gif

মশা ছোট্ট একটি প্রাণী কিন্তু এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ। নানা রকম রোগের জন্যও এরা প্রত্যক্ষ ভাবে দায়ী। মশা মারার জন্য মানুয় কতই না পন্থা গ্রহন করেছে কিন্তু সব বিফল। কারন মশা যেকোন প্রতিরোধক ( মশার কয়েল, ম্যাট, ধুপ ) এর বিরুদ্ধে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। কিন্তু আমরা যারা কম্পিউটার, মোবাইল ব্যবহার করি একটু চেষ্টা করলেই এদের হাত থেকে রক্ষা পেতে পারি। Anti-mosquito নামক Software টি Download করে চালু করুন আর দেখুন মশারা কিভাবে আপনার ঘর ছেড়ে পালায় । Software টি চালু করলে Task bar এ একটি মশার icon উঠে থাকে। Software টি এক ধরনের Ultrasonic Sound Wave তৈরী করে যা মানুষের কান শুনতে পায় না কিন্তু মশাদের জন্য এটি বিরক্তিকর যার ফলে মশা পালিয়ে বাঁচে। Software টি Use করার জন্য ভাল Speaker দরকার । Low Quality Speaker এ ভাল কাজ করে না। Software টি দিয়ে কাজ করানোর জন্য Computer এবং Speaker এর Volume On রাখতে হবে। এ তো গেল Computer এর পালা এবার আসছে Mobile Phone এর পালা। AntiGnat নামক Software টি Download করে যে কোন Java Compatible Mobile এ Install করুন। এখন চালু করে 25khz-5khz mod. Select করে Play করুন। চালু হয়ে যাবে Anti Mosquito Mobile Software. Mobile এর Volume Full করে রাখতে হবে। আজকের মত এটুকুই। Enjoy করুন Mosquito Free Life।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি ডাউনলোড করে কাজ হয় কিনা!

Level 0

great topic and great presentation

Level 0

Ultrasonic Sound Wave এর কারণে মশা পালিয়ে যায়, তার মানে কি দাড়াল এটা মশার জন্য ক্ষতিকর একটা সাউন্ড ওয়েভ। মানুষের জন্য এটা কতটুকু ক্ষতিকর?
ভালোকথা, স্যাটালাইট ডিস এর উপর নতুন কোন আপটেড লেখা মিস করছি।

Level 0

Ultrasonic Sound Wave মানুষ শুনতে পায় না তাই কোন ক্ষতিও করে না।

Level 0

স্যাটালাইট ডিস এর উপর নতুন আপটেড আসছে।

mobile volume full means …? pls write clearly how to use?

ভাই এটা কি আসলেই কাজ করে?

Level 0

100% কাজ করে।

Level 0

মোবাইল এর জাভা Function And Ringtone Sound Full রাখতে হয়।

এই সফট টা আমি আগে ব্যবহার করে দেখেছি তবে কাজ করে কিনা নিশ্চিত না। ধন্যবাদ আপনাকে..

আমিও অনেক আগেই করেছি ,…… পিসি এবং মোবাইল দুইটাতে ই ট্রাই করে দেখেছি …….. কোন উপকার পাই নাই …….. এর উপরে ভরসা করে একদিন মশারি ছাড়া ঘুমিয়েছিলাম। বাকীটা না হয় আর না ই বা বললাম ………

Level 0

টিনটিন আপনি নিশ্চয়ই ভাংগা পিসি আর ছেঁড়া মোবাইল ব্যবহার করেন। তাই কাজ করে না।

ভাই এই ধরনের মন্তব্য আপনার কাছ থেকে আশা করি নাই ……. ঠিক আছে আপনার কাজ করে বেশ ভাল …… অনেকেরই তো কাজ করে না ……. তাদের ও কি ভাঙ্গা পিসি আর ছেড়া মোবাইল? কোন যুক্তির তোড়ে আপনি এমন একটা মন্তব্য করে বসলেন ,,…… আল্লাহ পাক ভালো জানেন …… আশা করি আগামী দিনে আমি আপনার কাছ থেকে আক্রমনাত্বক নয় , বরং বন্ধুত্বসূলভ মন্তব্য পাব।

টিনটিন আপনার জবাবটি খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ।

Level 0

শাওন ভাই , আপনার এই সফটটা , বিশেষ করে মেবাইল ভাসর্ন আমার কাছে ছিল , সেই ৬৬০০ যখন রিলিজ হয় তখন থেকেই, আমি তখন ব্যবহার করে কোন ফল পাইনি।
আপনার শেষের মন্তব্যটা বেশ হতাশাজনক, আপনার কাছ থেকে এই রকম একটা মন্তব্য আশা করছিলাম না।
এখানে আমার সবাই সবার সহযোগী এবং বন্ধু।

আজকাল সব মশা FM রেডিও কানে দিয়ে কামড়ায়। তাই অন্য কোন শব্দ শুনতে পায়না। এই কারনেই হয়তো সবার ক্ষেত্রে কাজ হচ্ছে না। (Just Jocking)

Level 0

i try tnx shown u r great . i doing by pc & its 100% i say that , plz give this type of more new information .

টিনটিন ভাই আসলেই বেস্ট একটা এনসার করেছেন ।
আর শাোন ভাই এতো ভালো টিউন করে এরকম মন্তব্য বেশ হতাশাজনক । টিনটিন ভাইকে ধৈয্যশির উত্তর দেয়ার জন্য ধন্যবাদ ।

Level 0

ভাই, সফ্টওয়্যারটা আমার ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হয়েছে, বলেনতো কি করা যায় ???
আমি আমার স্পীকার ফুল ভলিউম দিয়েও বিন্দুমাত্র সামলাতে পারিনি মশাদের 🙁

Ami amar N73 te software ta install korte partesi na. Keu ki help korben? Kivave istall kora jai ta ektu detail bolle valo hoi. amar mail address [email protected]

ভাই, সমস্যা না বললে সমাধান পাবেন কিভাবে? ইন্সটল করতে গেলে কি ধরনের সমস্যা হয় সেটা ডিটেইল লিখেন, সাহায্য পাবেন আশা করি।

Level 0

টিনটিন আমি কাল মন্তব্য টা করিনি , আমার এক বন্ধু মজা করার জন্য করেছে। আমি বাড়িতে ছিলাম না। আমি আজ জানতে পারলাম। আমি এ অপ্রত্যাশিত ভুলের জন্য দুঃখিত।

Level 0

Software টা Hardware Dependent . এর জন্য High Quality Sound Card এবং Speaker Minimum Creative SBS 2:1 প্রয়োজন। Low Quality Sound Card এবং Speaker Ultra Sonic Sound Wave তৈরী করতে পারে না । সুতরাং Low Quality Sound Card এবং Speaker দিয়ে Try করে , কাজ না করার জন্য Software কে দোষ দেয়া ঠিক না।

আসলে NOKIA এর জন্য .jar এবং .jad এই দুইটি ফাইলই প্রয়োজন। কিন্তু উল্লেখিত লিংকে শুধুমাত্র .jar ফাইলটি থাকায় মোবাইলে ইনস্টল করা গেল না। আর পি.সি.র ক্ষেত্রেও কাজ হচ্ছে বলে মনে হয় না।

Level 0

লাভন্য ,& [email protected] :sortware instalation on রাখেন1 তাহলে কাজ হবে1(if u do not understand pls mail me personal) #kiron

Level 0

লাবণ্য , nokia version (model) কত?

আমি hp 520 notebook এবং maicrolab M 528 speaker ব্যবহার করি।এই configuration কি software টি properly কাজ করবে ?

Level 0

Chance কম। maicrolab speaker এ।

Mobile e install korar bapare Shawan vaier kono montobbo pelam na. Shawan vai ki janaben kivave mobile e install kora jete pare ba .jad file ta kothai paoa jete pare?

মোবাইলের জাভা এপ্লিকেশনের .jar ফাইলটিই আসলে মূল ফাইল। .jad ফাইলটিতে শুধু এপ্লিকেশনের তথ্যগুলি দেয়া থাকে। নিচে দুইটি ফাইলের লিংক দেয়া হলো, সরাসরি মোবাইল থেকেই ডাউনলোড করতে পারেন।
http://www.sobuj.info/download/AntiGnat/AntiGnat.jad
http://www.sobuj.info/download/AntiGnat/AntiGnat.jar
অথবা জিপ ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।
http://www.sobuj.info/download/AntiGnat.zip

Sobuj vai ke dhonnobad. Prokitopokke .jar file tai install hoi. download korle icon rar hoi bole ami extract kore try kortam kintu install korar kono file e paitam na. Now “open with” change kore nokia installer select korai install hoise. Kintu ekhono bujtasi na keno mehedi vaier িdea link er file ta install hoi na. ami Sobuj vaier dea link er ta unistall kore o try korchi but hoi na.

Level 0

omg ki koy!

Level 0

Download করলাম। কাজ করলে জানাব।
আর না করলে….
থাক কইলাম না…..

Level 0

Sound can’t be heard but after several hour U will feel headache. So be careful to use.

আমি ন্যাশনাল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করি,কিন্তু মনের মত স্পিড পাই না এতে আমি করতে পারি বা কি ব্যবহার করলে ভাল স্পিড পেতে পারি।

ভাই আপিন vsat সম্বন্ধে একটা টিউন করুন।বাংলাদেশে internet-a vsat দিয়ে কি ভাবে ১০-২০ এম.বি স্পিড পাওয়া যাবে ।

Level 0

Pc download link is not working…

Mobile downloded soft টা play করলে এক ধরনের sound শোনা যায় । কিন্তু আপনি বললেন sound যে শোনা যায় না ?

    ভাই @Rashed Kamal: আপনার কানের প্রকৃতি মশার ন্যায়

Level 0

download link

Level 0

can’t download !! help please..

ভাই Rashed Kamal আপনার কানের প্রকৃতি মশার ন্যায়