বাড়িয়ে নিন আপনার পিসির সি ড্রাইভ এর জায়গা কম করেও ২.৯ g.b

আমাদের অনেক এর হার্ড ডিস্ক কম হওয়ার কারনে আমাদের সমস্যার সম্মুখিন হতে হয় । আজ আমি আপনাদের জন্য তার একটা উপায় নিয়ে এসেছি । তো চলুন দেখে নি কিভাবে আপনি সি ড্রাইভ জায়গা বাড়িয়ে নিবেন কম করেও ২.৯ g.b

প্রথমে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এখান থেকে । নাম Tune-up Utilities 2013 . সফটওয়্যারটা ফ্রি না তবে ১৫ দিন এর ট্রায়াল পাবেন । আর যারা ফূল ভার্সন ডাউনলোড করতে চান তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন । তবে আমার মতে  ফূল ভার্সন থেকে ট্রায়াল ব্যবহার করা অনেক ভালো কারণ ট্রায়াল এ আপনার সফটওয়্যারটা আসল কিন্তু ফূল ভার্সন এ সফটওয়্যার টা আসল নয় । যায় হোক আর কথা বাড়াবো না । সফটওয়্যার টা ডাউনলোড করা হয়ে গেলে নীচের প্রসেস অনুসরন করুন ।

প্রথমে ইন্সটল করুন । আপনি চাইলে AVG Security Toolbar টা ইন্সটল করে নিতে পারেন , তবে আমার এটা লাগবে না বলে আমি Custom সিলেক্ট করেছি ।

এরপর ইন্সটল হবে ।

ইন্সটল হয়ে গেলে নীচের মত একটা স্ক্রিন দেখতে পাবেন , সেখানে আপনার email টা দিয়ে নেক্সট এ ক্লিক করুন । ( এই স্টেপটা তখনই আসবে যদি আপনি ফুল ভার্সনটা না  ডাউনলোড করেন । ) 

এরপর নীচের মত একটা ছবি দেখতে পাবেন , সেখানে Finish এ ক্লিক করুন ।

এরপর আপনার ডেক্সটপ থেকে tune-up utilities টা ওপেন করুন ।

এরপর নীচের মত একটা ছবি দেখতে পাবেন সেখান থেকে CONTINUE TESTING এ ক্লীক করুন ।এই স্টেপ টাও তখনই  আসবে যদি আপনি ফুল ভার্সনটা না  ডাউনলোড করেন । 

এরপর ঊপরের ট্যাব গুলোর মধ্যে থাকা Clean up Computer ট্যাব টাতে ক্লীক করুন ।

এরপর Disable Windows Functions এ ক্লিক করুন ।

এরপর নীচের মত একটা Window পাবেন সেখান থেকে Disable Hibernation File এ ক্লিক করুন ।

এরপর দেখবেন সি ড্রাইভ এর জায়গা ২.৯ G.B বেড়ে গেছে । আপনার যদি আরও বেশী জায়গা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি  Hibernation File এর নিচে থাকা Windows Serach Index ও Disable করে দিতে পারেন ।

আমার পিসিতে এই প্রসেস এ 2.9 G.B জায়গা বেড়েছে ।

আগে 

 এখন 

বি.দ্র আপনি যদি এই প্রসেস এ জায়গা বাড়ান তাহলে আপনার পিসি আর Hibernate হবে না । যদি Hibernate করার দরকার পড়ে তাহলে আপনি একই প্রসেস এ ওটা Disable করে দিবেন

আগে 

                                                                                                                                 পরে 

উপরে দেখুন আগের ছবিতে আপনার Start এ Hibernate অপশনটা রয়েছে কিন্তু দ্বিতীয় ছবি তে Hibernate অপশনটা নেই ।

আর যারা জানেন না Hibernate টা কি তাদের জন্য বলে রাখি Hibernate করলে আপনার পিসি বন্ধ হয়ে যাবে , কিন্তু আবার যখন চালাবেন তখন যে জায়গায় রেখে বন্ধ করেছিলেন সেখান থেকেই আবার চালু হবে ।

তাছাড়া এই সফটওয়্যারটা আপনার পিসি কে আরও দ্রুত করতে সাহায্য করবে ।

আজ এ পর্যন্তই । কেমন লাগলো কমেন্ট করে জানাবেন । ভালো থাকবেন । আবার দেখা হবে । ধন্যবাদ ।

আর কোন অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন ।

আর পারলে আমার আগের একটা গুরুত্বপূর্ণ টিউন পড়ে নিতে পারেন ।

টেকটিউনসের কাছে কিছু অনুরোধ ( প্রত্যেক কে পড়তে অনুরোধ করছি )

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুধু Hibenate কেন পুরা Windows টাই দিলিত করে দেন। নিশ্চিত ৫০ গিগবাইট জায়গা পাবেন।

    Level New

    @newboy: Ar jodi HDD delete kore dey taholey Onek jayga paben 😀

    @newboy: ভালই বলেছেন । আপনার কথা যদি শুনে নতুনরা চলে তাহলে তাদের পিসি এর বারোটা বেজে যাবে ।

ভাই হাইবারনেট করলে কিভাবে নরমাল মুডে ফেরা যায়?যদি একটু বলতেন………

    @Iron maiden: apni dekhben hibernate korle pc bondho hoye jay.er por jodi apni abar power button ta press koren tahole resuming windows lekha dekhte paben.er por kichukhon screen ta black hoye jabe.tarpor welcome likhbe.bas ebar apni jebhae pc te kaj koren sebhabei korte parben.

      @মানুষ,আরেকটু বিরক্ত করলাম ভাই,প্লিজ মাইন্ড করবেন না,হাইবারনেট কিভাবে করে?আর হাইবারনেট করার সাথে সাথেই কি পিসি অফ হয়ে যায়?
      এসব বিষয়ে আমি অজ্ঞ কিনা তাই……….

vai eta korle ki windows thik moto cholbe? naki Hibernate cara onno kono problem hobe ?

Eta ki xp te hobe?
vai eta korle ki windows thik moto cholbe? naki Hibernate cara onno kono problem hobe ?

Level New

hibernate ekta cache system Eta Windows 7 er 32 bit er 2.9 gb jayga nileo 64 bit er 5 gb er moto jayga ney. Hibernate on thakle temon kono shubidha nei, Cause amra dhorte gele hibernate use e korina. Widows xp te hibernate nei. windows 7 er hibernate je kaaj kore ta holo apni hibernate korle pc next start a apnar shob kaaj auto open korbe. ba resume korbe. Shutdown a jemon all task close kore. hibernate task guloke cache te rakhe. ar hibernate off korle kono problem hoy na. Tune up utility Hibernate delete kore na. just function off kore rakhe. apni issa korle hibernate on korte parben. Free space hoy kivabe ta holo hibernate jodi off e thake tahole eta cache diye ki korbe? tai cache gulo delete hoye space free kore.

ভাই, WIN 7 পুন: সেটাপ দেওয়ার পর windows old নামের একটি অডিলেট যোগ্য ফাইল তৈরী হয় যা কোন ভাবেই ডিলেট হচ্ছে না। একটু যদি হেল্পাতেন………..