চলুন পিসির বুট প্রব্লেম সোল্ভ করি আমরা নিজেরাই ( না পড়লে অবশ্য দোকানে নিয়ে যেতে হতে পারে )

আজ আমি আপনাদের জন্য Boot Problem সোল্ভ করার একটা উপায় নিয়ে এসেছি । তো চলুন দেরী না করে দেখে নি কিভাবে আমরা Boot Problem সোল্ভ করবো ।
যা যা লাগবে
a) একটা cd/dvd drive
b)একটা Blank cd/dvd
প্রথমে cd/dvd drive এ cd/dvd টা ঢুকান ।
এরপর Start এ ক্লিক করে ( Windows 7 এর জন্য ) Sys লিখুন । 

এরপর Create System Repair Disk বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন ।
এরপর আরও একটা Window পাবেন  সেখানে Create Disc এ ক্লীক করুন । 

ব্যাস এবার আপনার System Repair Disk তৈরি হয়ে যাবে । 

সবশেষে CD/DVD টাকে বের করে নিয়ে System Repair Disk lebel দিয়ে যত্ন করে রেখে দিন ।
এরপর ধরুন যেদিন Boot Problem হবে যেমন যদি লেখে boot.exe not found বা অন্য কিছু তখন আপনি আপনার cd/dvd drive এ cd/dvd টা ঢুকান ।
এরপর পিসি রিস্টার্ট দিন , আর keyboard এর f12 button টা চাপুন । এরপর একটা নতুন স্ক্রীন পাবেন । সেখান থেকে ATAPI CD টা সিলেক্ট করুন ।
 
এরপর দেখবেন আর একটা ছবি পাবেন , দেখবেন লিখবে press any key to boot from cd or dvd.
আপনি যে কোন একটা key চাপুন । 

এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন microsoft windows লেখা দেখা যাবে । 
এরপর Windows is load files দেখতে পাবেন , কিছুক্ষণ অপেক্ষা করুন ।
 
এরপর system recovery options থেকে next এ ক্লিক করে যাবেন । 

এরপর আপনি startup repair সিলেক্ট করুন । এরপর দেখবেন STARTUP REPAIR চালু হয়ে যাবে । 


আর কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে REPAIR COMPLETE হয়ে যাবে ।
এরপর পিসি automatically রিস্টার্ট হবে । ব্যাস দেখবেন পিসি ঠিক হয়ে গেছে ।
যদি পিসি ঠিক না হয় তাহলে আবার একই ভাবে গিয়ে STARTUP REPAIR এর নীচে থাকা অপশন SYSTEM RESTORE অপশন এ ক্লীক করবেন আর RESTORE করবেন । তবে বেশির ভাগ সময় STARTUP REPAIR করলে পিসি ঠিক হয়ে যায় ।
আজ এ পর্যন্তই ; সামনে দেখা হবে; অসুবিধা হলে কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন ।
ভালো থাকবেন । ধন্যবাদ ।
আর পারলে আমার আগের একটা গুরুত্বপূর্ণ টিউন পড়ে নিতে পারেন ।

টেকটিউনসের কাছে কিছু অনুরোধ ( প্রত্যেক কে পড়তে অনুরোধ করছি )

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

valo tune. ami obossho Microsoft Diagnostics and Recovery Toolset ( MSDaRT ) use kori ei kajer jonno.

Level 2

এটা কোন কোন অপারেটিং সিস্টেম এর জন্য, বতমানে আমার এই সমস্যাটি নেই । আপনার fb আইডির লিঙ্ক দেন । কোন সমস্য হলে যেন যোগাযোগ করতে পারি । টিউনটি সংগ্রহে রাখলাম ।

Level 0

Acronis True Image Home use karsi…..any problem system will backup everything with software.apnara use kare dekte paren.

    @S Rahman: পারলে ডাউনলোড লিংক দিন । আর এটা কী ফ্রি ? নাকি প্যাচ ব্যবহার করতে হয় ?

খুব সুন্দর হয়েছে। চালিয়ে যাও…তুমি পারবে

    @Black Dragon: অনেক ধন্যবাদ । আর একটা স্পেশাল ধন্যবাদ আমার টিউন গুলোতে ( প্রায় প্রত্যেকটা তে ) কমেন্ট করার জন্য ।

এই প্রসেসটা Difficult মনে হচ্ছে,কোন সহজ প্রসেস নেই? 😎

    @Iron maiden: এত সহজ টাও কঠিন মনে হচ্ছে ? একটু মন দিয়ে পড়ুন তাহলেই সহজ হয়ে যাবে । আর আমার জানা এর থেকে সহজ প্রসেস নেই ।

Level 0

আমার কাছে যেটা আছে সেটা ১১৫ মেগাবাইট। কোন প্যাচ ব্যবহার করতে হয় না।নিচে লিংক এবং ‍সিরিয়াল নাম্বার দিলাম।চেষ্টা করে দেখতে পারেন।কাজে লাগলে ছোট্ট একটা ধন্যবাদ দিয়েন।http://download.cnet.com/Acronis-True-Image-Home/3001-2242_4-10168093.html?spi=916b97cb3996eeaa0e35fa057bdd963b

H8B7N2WR-EWYZNP7N-XGP6A5N3-BLLWM2N7-QURDRAWK-HH35ECAR-29JC8GP5-BQ5XZFJE
ZMW497H3-SX68ENX9-5GLBKS9N-4X7ASKV2-UBV78EPG-CXP5FP2N-FV3ZK5JF-RMM7BEZK
MXHK4TRA-NTH2KUCH-AFRJL8RS-KYRBVZJ9-RR3FZKQ9-2YA4UF3A-CV8ST7ZL-GMFKFQ7W
APWA8GL8-2QXPMHHE-ATYJ97GU-YNBBFH6K-FRPH9QH6-CFYETNFN-NFFRGNQP-AV9CUV7H
DRQK4ZYB-V22FWAS6-YPZTBCRP-CEZHA4GJ-5CY5ZS8W-5TRE6J7Q-ZFCLTRNY-X6FKXGZ7

ভাই ধরেন আমার পিসি অলরেডি নস্ট এখন যদি আমি অন্য পিসি থেকে এই কাজটা করি তবে কি আমার পিসিতে কাজ করবে?

Level 0

ভাই Customized Windows7 বানাতে চাই যাতে Windows7 Setup এর সাথে সব Common Application যেমন Mozilla Firefox, Microsoft Office, KMplayer, IDM, Adobe Photoshop & Illustrator install হয়।সাহায্য চাই ([email protected])(www.facebook.com/mamuncpi)

ভাল পোষ্ট…..আল্লাহ আপনাকে অনেক হায়াত দান করুন এরকম আরো ভালো ভালো পোষ্ট দেওয়ার জন্য……….

চমৎকার একটা টিউন… অনেক অনেক ধন্যবাদ ভাই।

Level 0

Customized Windows7 banate hale apnak 1st_e _soft guli install dia..acronis soft dia….backup nite habe…..tarpor….windows_7 jakhan abar install diaben acronis theke restore karle apni Windows ager moto paben.Acronis software_download link and serial no dea ase .try it and enjoy. Matro 5 minite windows abar…ager moto fire paben.

খুবই গুরুত্বপূর্ন টিউন। কিন্তু লেখার আর স্ক্রিন ‍সর্টগুলো মান ভালো হলে টউনটি পরিপূর্নতা পেত।এখন কেমন জানি বদহজম লাগছে।

Level 2

Sundor Hoyechhe.

সবাই কে ধন্যবাদ । আর মেধাবী মস্তিস্ক এই মুহূর্তে আমার কাছে ভালো মানের ক্যামেরা নেই তাই ভালো ছবি দিতে পারলাম না । এজন্য আমি দুঃখিত ।