আজ আমি আপনাদের জন্য Boot Problem সোল্ভ করার একটা উপায় নিয়ে এসেছি । তো চলুন দেরী না করে দেখে নি কিভাবে আমরা Boot Problem সোল্ভ করবো । যা যা লাগবে a) একটা cd/dvd drive b)একটা Blank cd/dvd প্রথমে cd/dvd drive এ cd/dvd টা ঢুকান । এরপর Start এ ক্লিক করে ( Windows 7 এর জন্য ) Sys লিখুন । এরপর Create System Repair Disk বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন । এরপর আরও একটা Window পাবেন সেখানে Create Disc এ ক্লীক করুন । ব্যাস এবার আপনার System Repair Disk তৈরি হয়ে যাবে । সবশেষে CD/DVD টাকে বের করে নিয়ে System Repair Disk lebel দিয়ে যত্ন করে রেখে দিন । এরপর ধরুন যেদিন Boot Problem হবে যেমন যদি লেখে boot.exe not found বা অন্য কিছু তখন আপনি আপনার cd/dvd drive এ cd/dvd টা ঢুকান । এরপর পিসি রিস্টার্ট দিন , আর keyboard এর f12 button টা চাপুন । এরপর একটা নতুন স্ক্রীন পাবেন । সেখান থেকে ATAPI CD টা সিলেক্ট করুন । এরপর দেখবেন আর একটা ছবি পাবেন , দেখবেন লিখবে press any key to boot from cd or dvd. আপনি যে কোন একটা key চাপুন । এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন microsoft windows লেখা দেখা যাবে । এরপর Windows is load files দেখতে পাবেন , কিছুক্ষণ অপেক্ষা করুন । এরপর system recovery options থেকে next এ ক্লিক করে যাবেন । এরপর আপনি startup repair সিলেক্ট করুন । এরপর দেখবেন STARTUP REPAIR চালু হয়ে যাবে । আর কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে REPAIR COMPLETE হয়ে যাবে । এরপর পিসি automatically রিস্টার্ট হবে । ব্যাস দেখবেন পিসি ঠিক হয়ে গেছে । যদি পিসি ঠিক না হয় তাহলে আবার একই ভাবে গিয়ে STARTUP REPAIR এর নীচে থাকা অপশন SYSTEM RESTORE অপশন এ ক্লীক করবেন আর RESTORE করবেন । তবে বেশির ভাগ সময় STARTUP REPAIR করলে পিসি ঠিক হয়ে যায় । আজ এ পর্যন্তই ; সামনে দেখা হবে; অসুবিধা হলে কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন । ভালো থাকবেন । ধন্যবাদ । আর পারলে আমার আগের একটা গুরুত্বপূর্ণ টিউন পড়ে নিতে পারেন ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo tune. ami obossho Microsoft Diagnostics and Recovery Toolset ( MSDaRT ) use kori ei kajer jonno.