১.Google এ দ্রুত সার্চ: Google এর বক্সে google gothic লিখে I'm Feeling Lucky তে এন্টার দিন।ব্যাস এবার দেখুন কত দ্রুত কাজ হচ্ছে।এমনকি পেজ লোডিং হওয়া অবস্থায়ও কিছু টাইপ করতে ধরলে সাজেশন দেখায়।
২.Firefox এর ব্রাউজিং স্পিড বাড়ানো:Tools menu থেকে Add on এ গিয়ে Tweak network add on টি খুজে বের করুন,এবার এটি ইনস্টল করে ফায়ারফক্স রির্স্টাট করে আবার Tools menu থেকে Tweak network settings থেকে pipelining and proxy pipelining option দুটি সিলেক্ট করে power button এবং শেষে Apply দিয়ে বের হয়ে আসুন।
৩.Firefox এর এড্রসবারে লিখুন about:config এবার নিচে ফিল্টার বক্সে লিখুন network তারপর scroll করে মাঝামাঝি এসে network.http.pipelining true করে দিন এবং একটু নিচে network.http.pipelining.maxrequests 4 to 10 করে দিয়ে close করে বের হয়ে আসুন।দেখুন Firefox এর overall পারফমেন্স বেড়েছে।
৪.Registry edit এক ক্লিকেই খুলুন:ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে new shortcut এ হিট করে আগত উইন্ডোর বক্সে লিখুন regedit নেক্সট বাটনে ক্লিক করে আবার আগত উইন্ডোর বক্সে যেকোন নাম দিয়ে finish করুন।এবার দেখুন ডেস্কটপে ওই নামে একটি আইকন তৈরী হয়েছে যাতে ক্লিক করলেই সরাসরি registry editor open হচ্ছে।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
কাজ করেছে