ডেল ল্যাপটপ গরম হয়ে যায়? তাহলে সমাধান নিয়ে যান।

ল্যাপটপ ব্যবহার করেন অথচ ল্যাপটপ অতিরিক্ত গরম হয়না এরকম ব্যাবহারী পাওয়া কঠিন। প্রায় সবার ল্যাপটপই গরম হয় এবং দেখা যায় সেই গরমের পরিমানটা অতিরিক্ত বেশি। যারা সারাদিন ল্যাপটপ ব্যাবহার করেন তাদের এই সমস্যাটা বেশিই হয়। অনেকে এই কারনে কুলিং ফ্যান ব্যবহার করেন।

এবার আমার নিজের ঘটনা শেয়ার করছি। আমার লেপটপ ডেল ইন্সপাইরন ১৫৬৪ মডেলের। প্রায় তিন বছর হয়ে গেলো। অতিরিক্ত গরমের ব্যাপারটা স্বাভাবিক মনে হতো। যাই হোক এভাবে ভালই চলছিল। আরেকটা কথা বলে রাখি প্রায় ১২/১৩  ঘন্টা প্রতিদিন এই ল্যপটপ চলে। প্রথম দিকে কোন সমস্যায় না পরলেও প্রায় বছর খানিক ধরে ১টা সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়ি কাজ বা একই সাথে কয়েকটি কাজ করলে বা ১৫/২০ মিনিট ভিডিও কল করলে ল্যাপটপ স্লো হয়ে যেত। তারপর পাওয়ার বাটনে চাপ দিয়ে বন্ধ করা ছাড়া উপায় ছিল না। কারন এতটাই স্লো হত যে সাধারণ ভাবে বন্ধ করতেও অনেক সময় লেগে যেত। এটাযে গরমের কারনে হতো এটা বুঝতেও অনেক দিন চলে গেল। অনেক আর্টিকেল পড়লাম, ভিডিও দেখলাম তারপরে মনে হলো গরম বাতাস যেদিক দিয়ে বের হওয়ার কথা সেদিক দিয়ে বাতাস বের হয় না বললেই চলে। কিন্তু প্রথম দিকে ঠিকই বাতাস বের হতো। তাই চিন্তা করলাম বাতাস বের করার ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে?

ল্যাপটপ খোলার মত সাহস আমার নেই। কারন কিভাবে খুলে আমি জানিনা। তাই ইউটিউবে ঢুকে ভিডিও দেখা শুরু করলাম। তারপর? তারপর আর কি খুলে সমাধান করে ফেললাম 😀

এবার আসেন কিভাবে সমাধান করা যায় তার বর্ননা দেই।

ল্যাপটপ্টা খুলে ফেলুন। কথা হচ্ছে কোন পর্যন্ত খুলবেন। প্রসেসরের সাথে ফ্যান টা খুলতে পারলেই হবে। ছবি দেখুন।

চিহ্নিত স্থানে ১টা পাতলা ফোম থাকে। এটা ফেলে দিলেই কাজ শেষ। আবার সব কিছু ফিটিং করুন। এবার চালিয়ে দেখুন। আসা করি কাজ হয়েছে।

আচ্ছা এবার আলোচনা করি ফোম থাকে কেনো? আমি নিশ্চিত নই। তাই  ধারনা অনুযায়ী বলা যায়, ধুলোবালি, পোকামাকড় যাতে ঢুকতে না পারে সেই জন্য এটা দেয়া হয়েছে। নতুন অবস্থায় ময়লা না থাকার কারনে বাতাস সহজে বের হয়ে যায়। কিন্তু অনেকদিন ব্যবহার করার ফলে ময়লা জমে ফোমের ছিদ্র বন্ধ হয়ে যায়। যার ফলে বাতাস বের হতে পারে না।

সবার ল্যাপটপে এই ফোম আছে কিনা আমি জানিনা। তবে আমার ল্যাপটপে ছিল। আর এখন আমার ল্যাপটপ গরম হয়না বললেই চলে। তাই এখন আর রিস্টার্ট এর প্রয়োজন পরে না।

সতর্কতাঃ

১. অভিজ্ঞ না হলে ল্যাপটপ খোলার দরকার নেই। সার্ভিসিং সেন্টারের সহায়তা নিতে পারেন।

Level 0

আমি ভাল মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরামর্শের জন্য ধন্যবাদ। সকাল থেকে ডেল 330 অপটিপ্লেক্স এর একটি ডেস্কটপ মাথা পুরা নষ্ট করে দিছে। হার্ডডিস্ক থেকে বুট করাতে পারছিনা। হার্ডডিস্কে কোন সমস্যা নেই তবে সিডি রমে সমস্যা থাকায় হার্ডডিস্ক খুলে নিয়ে অন্য পিসিতে লাগিয়ে উইন্ডোজ এক্সপি ইন্সটল করলাম এবার এনে যখন হার্ডডিস্ক লাগিয়ে পিসি স্টার্ট দিলাম তখন হার্ড ডিস্ক থেকে বুট করতে পারছেনা অথচ বায়োসে গিয়ে ফাস্ট বুট আমি হার্ডডিস্ক দেখিয়ে দিয়েছি।

brother ল্যাপটপ খুলতে সাহস লাগবে। আমার এত সাহস নাই

ভাগ্যেস আমার কোন pc/laptop/tab ইত্যাদি কিছুই নাই।

আমি ডেল Inspiroan N4030 প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি। এটা দিনে প্রায় ১৩ থেকে ১৫ ঘন্টা চলে। একটানা এতক্ষন চলার পরেও কিবোর্ডের উপর হাত দিয়ে দেখি যা তাই অর্থ্যাৎ প্রথম এক ঘন্টা চলার পরে যেটুকু গরম হয়েছিল তেমনই আছে তাই কোন কুলিং ফ্যান ব্যবহার করার প্রয়োজন বোধ করিনা। তবে এটাকে মাঝে মাঝে খুলে ব্লো এয়ার দিয়ে পরিস্কার করতে হয়। যারা ডেল ল্যাপটপ খুলতে ভয় পাচ্ছেন তারা http://support.dell.com/support/edocs/systems/ এই লিঙ্ক থেকে আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী সার্ভিস ম্যানুয়েলটি ডাউনলোড করেনিন। এটা ভালো ভাবে পড়লেই আশাকরি ল্যাপটপ খূলতে আর কোন সমস্যা হবেনা।

আমারটার মডেল vostro 3550 .১ বছর ২মাস বয়স। সেই শুরু থেকেই বলতে গেলে ২৪ ঘন্টাই চলে। ভারি সফট দুইটা তিনটা একসাথে চালালে ২-৫ মিনিট গরম বাতাস বের হয়ে আবার ঠান্ডা হয়ে যায়। কোনো সমস্যা নাইক্কা। আরামসে চালাইতেছি। 🙂

    @কোডার: প্রথম প্রথম আমারটাও এভাবেই চলতো, গরম হলে বাতাস বের হয়ে যেতো। কিন্তু ১টা সময় বুঝতে পারলাম ফ্যান ঘুরে ঠিকই কিন্তু বাতাস বের হয়া না। তাই এই কাজ করতে হয়েছে 🙂

Level 0

নোটবুক খোলার জন্য ২টি জিনিষের প্রয়োজন।
১. অনেক সাহস
২. যথেষ্ট ধৈর্য
কেনার ৫ মাসের মাথায় কেবল আগ্রহ বশত হয়ে খুলে ছিলাম। কোনো পূর্ব অভিজ্ঞতা লাগেনি। ১ম বার খুলতে ৪ ঘণ্টা লেগেছিলো।এরপর আরো ২ বার খুলেছি। সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা। স্ক্রু গুলোর যথাস্থান চিনে রাখলেই হলো।

Level 0

@মোহাম্মদ খালিদ হোসাইনঃ বায়োস এর সেটিংস গুলো রিসেট করে দেখতে পারেন।

Level 0

Onek dhonnobad

sundor tune . আমার এইচপি ল্যাপটপে এই সমস্যা হইতেছে।কয়েক দিন ধরে এরকম হইতেছে,কিছুক্ষণ চললে গরম হয়ে যায়। ল্যাপটপের বয়স দের বছর। আমার ল্যাপটপের কি ফোম আছে ?

    @Sumon Ghosh: জীবনে ১টা ল্যাপটপই এই পর্যন্ত খুলেছি 🙂
    তাই বলেতে পারছিনা ফোম আছে কিনা ।

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

আমি ডেল Inspiroan N4030 ব্যবহার করি। আমার দেখা মতে ডেল এর মডেলের বেশির ভাগ ল্যাপটপে এই ফোম থাকে। তবে এইচপি, ফুজিটছু, আ্যাপেল এ এই ফোম থাকে না। তবে ল্যপটপ বিছানায় নিয়ে চালানো ঠিক না। যদি চালাতে হয় তাহলে নিচে বই দিয়ে উচু করে নিতে হবে। ধুলাবালি আর পানি ল্যাপটপের জন্য অনেক ক্ষতিকর। তাই এই সব ব্যাপারে সতর্ক হতে হবে।

Level 0

কিুলিং ফ্যানে ডাস্ট জমে গেলে ল্যাপটপ গরম হতে পারে। এর জন্য কুলিং ফ্যান ব্যাশ দিয়ে পরিস্কার করলে সমাধান পাওয়া যায়। কম্পিউটার সোর্সে থাকাকালীন সময়ে এই সমস্যা আর কিবোর্ড সমস্যা বেশি দেখছি।