নষ্ট সিডি ডিভিডি কপি করতে তিনটি সফট+ ধামাকা মেগা গিফট(LINK UPDATED)

কি বলব? BOX.COM যে এত খারাপ ফাইল sharing সাইট জান্তাম না। আমর shareকরা ফাইল কেবল ১০GB পর্যন্ত ডাউনলোড করা যাবে। মানে, আপনারা সবাই মিলে আমার account থেকে ১০GB ডাউনলোড করতে পারবেন। এর বেশি হলে, BANDWITH LIMIT REACH দেখাবে।একটু গর্ব করেই বলি, এই কয়েক দিনে আমার ফাইল গুলো 1OGB বেশী ডাউনলোড হয়েছে ^-^
কি আর করা!!সব SOFTWARE তাই অন্য একটি  হোস্টিং সাইট  আপ্লোড করলাম।প্লিজ, mediafire.com- আপ্লড করতে বলবেন, ফাইল আপ্লড করতেই রেমুভে করে দেয়, বুঝেন তো।
এবার ডাউনলোড করতে সমস্যা হবে না।

*জাভা মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন।

মূল পোস্ট::

বলুন কার বাসায় সিডি ডিভিডি নেই! কতো পুরনো স্মৃতি থাকে না সেসব সিডিতে? কিন্তু পুরনো বা স্ক্রাচ পরার কারনে কপি করতে পারছেন না। বার বার কপি ফেইলার দেখায়!!

মনটাই খারাপ হয়ে যায়। কথা দিলাম, আজকে আপনি হাসবেন কি হাসতেই হবে, ডিস্ক কপি হওয়ার খুশিতে 🙂

UNSTOPABLE COPIER

এই ব্যাটা থামা থামি করে না। একবার কপি করা শুরু করলে যা যা পারে , কপি করেই ছাড়বে। শুধু সিডি ডিভিডি কপি করা নয়, যে কোন কিছু কপি করতে অকল্পনীয় । সাইজ মাত্র ৮৯ কেবি।

ISOpuzzle

আমার খুব ভালো লাগে। কপি না হলেও হাল ছেড়ে দেয় না । আপনি ইচ্ছা করলে একে দুই দিন কাজ করতে লাগায় দিতে পারেন । বাবা, তোমাকে সময় দিলাম, কপি না করে আমাকে মুখ দেখাবা না । উনি কপি করেই মুখ দেখাবে ।

CD RECOVERY TOOLBOX

জনপ্রিয় সফট । অনেকেই ব্যাবহার করে থাকে । তবে শুধু সিডি না , ডিভিডি এর ক্ষেত্রেও সমান পারদর্শী। সময় সাপেক্ষ হলেও কাজ খুব নিখুত ভাবে করে।

সব সফটওয়্যার জিপ করে একসাথে দিলাম। ঘাবড়াবেন না। সাইজ মাত্র ২.৮ মেগাবাইট(2.8megabyte)::::

UNstoppableCopier+ISOpuzzle+CDrecovery ALL DOWNLOAD(size-2.8MB)

*আমি জানি না,এতে কম্পিউটার এর কোন ক্ষতি হয় কি না। তবে মনে সন্দেহ থাকলে এই শপথ গুলো ব্যবহার করবেন না

MEGA GIFT

এই সফট এর কতো প্রয়োজনীয় কাজ বলে শেষ করা যাবে না। অনেক গুলো কাজ এর মধ্যে একটা হলো খেটে খুটে কপি করেই ছাড়বে। হামার রংপুরের ভাষায় কেকড়ি কুকড়ি বের করে ছারবেই ডাটা।

সফট টির নাম PowerISO v5.4...সফটটি ইউজ করলেই এর কাজ সমন্ধে বোঝা যাবে।

PowerISO v5,4+registration key Download

কিভাবে কাজ করতে হবে নিচে স্ক্রীন শট দেখে নিনঃ

  1. প্রথমে পুরনো কিংবা স্ক্রাচ পড়া ঢুকান (ভাল ডিস্ক নিলেও সমস্যা নেই)।
  2. উপরের মতো COPY ক্লিক করুন।
                                           দেখুন ডিভিডি লেয়ারগুলো কেমন এবং কিভাবে কাজ করে::::::

Level 0

আমি Abu Sayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।

ভাই আপনার টিউনগুলো দারুন হচ্ছে। চালিয়ে যান… ফাইল শেয়ার করার জন্য fileswap.com ব্যবহার করে দেখতে পারেন। বর্তমানে mediafire থেকে ভালো।
১০ জিবি ফ্রি পার অ্যাকাউন্ট।

ভাই অনেক আগে আমি একটা সিডি রাইট করে ছিলাম তখন পিসি তে ভাইরাস থাকাই ভাইরাস সহ সিডি রাইট হয় এবং পরে সেই সিডি ওপেন করলে দেখা যায় সকল ডাটা নষ্ট হয়ে গেছে। কপি করে স্ক্যান করেও কোন লাভ হলো না। এখন সেই সকল ডাটা উদ্ধার কিভাবে উদ্ধার করবো?

    Level 0

    @Kaisar Ahmed:
    ashole virus kono file nosto korte pare na..oi file er sathe jukto hoye corrupted signal dey.
    uporer kono ekta software diye file gulo copy korun, tarpor Kaspersky ba kono valo Antivirus diye scan korlei- virus r apnar file gulo alada hoye jabe 🙂

ডাউনলোট, করলাম কিন্তু সিডি থেকে কিছূ ফাইল কপি হয়ে আর হয় না এখন কি করব?

আপনাকে অনেক ধন্যবাদ । টিউনটি খুব ভালো হয়েছে । আমার কাজে লেগেছে iso puzzle টা। আগামীতে আরো টিউন চাই । ভালো থাকবেন ।

চরম টিউন…খুবই ভাল হয়েছে…

khub valo applicationdiyechho