কি বলব? BOX.COM যে এত খারাপ ফাইল sharing সাইট জান্তাম না। আমর shareকরা ফাইল কেবল ১০GB পর্যন্ত ডাউনলোড করা যাবে। মানে, আপনারা সবাই মিলে আমার account থেকে ১০GB ডাউনলোড করতে পারবেন। এর বেশি হলে, BANDWITH LIMIT REACH দেখাবে।একটু গর্ব করেই বলি, এই কয়েক দিনে আমার ফাইল গুলো 1OGB বেশী ডাউনলোড হয়েছে ^-^
কি আর করা!!সব SOFTWARE তাই অন্য একটি হোস্টিং সাইট আপ্লোড করলাম।প্লিজ, mediafire.com- আপ্লড করতে বলবেন, ফাইল আপ্লড করতেই রেমুভে করে দেয়, বুঝেন তো।
এবার ডাউনলোড করতে সমস্যা হবে না।
*জাভা মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন।
বলুন কার বাসায় সিডি ডিভিডি নেই! কতো পুরনো স্মৃতি থাকে না সেসব সিডিতে? কিন্তু পুরনো বা স্ক্রাচ পরার কারনে কপি করতে পারছেন না। বার বার কপি ফেইলার দেখায়!!
মনটাই খারাপ হয়ে যায়। কথা দিলাম, আজকে আপনি হাসবেন কি হাসতেই হবে, ডিস্ক কপি হওয়ার খুশিতে 🙂
UNSTOPABLE COPIER
এই ব্যাটা থামা থামি করে না। একবার কপি করা শুরু করলে যা যা পারে , কপি করেই ছাড়বে। শুধু সিডি ডিভিডি কপি করা নয়, যে কোন কিছু কপি করতে অকল্পনীয় । সাইজ মাত্র ৮৯ কেবি।
ISOpuzzle
আমার খুব ভালো লাগে। কপি না হলেও হাল ছেড়ে দেয় না । আপনি ইচ্ছা করলে একে দুই দিন কাজ করতে লাগায় দিতে পারেন । বাবা, তোমাকে সময় দিলাম, কপি না করে আমাকে মুখ দেখাবা না । উনি কপি করেই মুখ দেখাবে ।
CD RECOVERY TOOLBOX
জনপ্রিয় সফট । অনেকেই ব্যাবহার করে থাকে । তবে শুধু সিডি না , ডিভিডি এর ক্ষেত্রেও সমান পারদর্শী। সময় সাপেক্ষ হলেও কাজ খুব নিখুত ভাবে করে।
সব সফটওয়্যার জিপ করে একসাথে দিলাম। ঘাবড়াবেন না। সাইজ মাত্র ২.৮ মেগাবাইট(2.8megabyte)::::
UNstoppableCopier+ISOpuzzle+CDrecovery ALL DOWNLOAD(size-2.8MB)
*আমি জানি না,এতে কম্পিউটার এর কোন ক্ষতি হয় কি না। তবে মনে সন্দেহ থাকলে এই শপথ গুলো ব্যবহার করবেন না
MEGA GIFT
এই সফট এর কতো প্রয়োজনীয় কাজ বলে শেষ করা যাবে না। অনেক গুলো কাজ এর মধ্যে একটা হলো খেটে খুটে কপি করেই ছাড়বে। হামার রংপুরের ভাষায় কেকড়ি কুকড়ি বের করে ছারবেই ডাটা।
সফট টির নাম PowerISO v5.4...সফটটি ইউজ করলেই এর কাজ সমন্ধে বোঝা যাবে।
PowerISO v5,4+registration key Download
কিভাবে কাজ করতে হবে নিচে স্ক্রীন শট দেখে নিনঃ
আমি Abu Sayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ।