প্রথমেই বলে রাখি এই ট্রিকটা কেবল নোকিয়া তে কাজ করবে আর এর জন্য আপনাকে Windows 7 ব্যবহার করতে হবে ( Windows 8 বা XP তে কাজ করে কিনা আমি ঠিক জানি না , তবু আপনারা চেষ্টা করতে পারেন ) ।
প্রথমে আপনার মোবাইলটা কে পিসি এর সাথে কানেক্ট করুন ডাটা কেবেল দিয়ে । তারপর তিনটে অপশন পাবেন a) Nokia Ovi Suite b) Media Transfer আর c) Mass Stroage . Media Transfer Select করুন । নীচের ছবি দেখুন ।
এরপর পিসি তে My Computer Open করে দেখুন আপনার মোবাইল চলে এসেছে ।
এরপর যে ফাইল টা মোবাইল এ চালাতে চান সেটা কপি করুন ।
এরপর মোবাইল ওপেন করে যেখানে দরকার পেস্ট করুন ।
এরপর আপনি দুটো অপশন পাবেন a ) convert and copy b) just copy . convert and copy টা তে ক্লিক করুন ।
ব্যাস কাজ শেষ । এরপর শুধু ওয়েট করুন কপি হওয়া পর্যন্ত । কপি হয়ে গেলে দেখুন মোবাইল টা তে ভিডিও টা অবশ্যই চলবে ।
বি . দ্র - কেও ভিডিওটা CUT করবেন না নাহলে অপশণ গূলো পাবেন না । আর এই ট্রিকটা জাভা মোবাইল এও কাজ করবে ।
আজ এ পর্যন্তই । পরে দেখা হবে । ভালো থাকবেন । ধন্যবাদ । আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vaiya eta to convert hoye gelo. convert hole to 1080p thaklo na. bujhe shune tune korun