কম্পিউটারের নাড়ি-ভূড়ি দেখার অসাধারন এক সফটওয়্যার, না দেখলে সত্যি মিস করবেন

অনেক সময় আমাদের মন চায় কম্পিউটারের সকল ইনফরমেশন জানতে এদিক সেদিক খুজে ভালো কোন সফটওয়্যার পাওয়া যায় না পাইলে মান সম্মত হয় না।
আর কোন চিন্তা নাই   আপনাদের জন্য নিয়ে আসলাম জটিল একটা  কম্পিউটারের সকল ইনফরমেশন দেখার সফটওয়্যার  মাত্র ৩ মেগাবাইটের ।
এইটা দিয়ে আপনাদের  পিসির বিস্তারিত সব দেখতে পারবেন খুব সহজ ভাবে যেমনঃ-
সকল ড্রাইভার এর নাম, ভারসন ডেট ,সকল সফটওয়্যার এর নাম আপডেট /সিরিয়াল/জেনুইন না পাইরেটেড !! মারাক্তক বড় লিস্ট আজকে বলে শেষ করতে পারবো না ।
নিজেই না দেখলে বুঝবেন না,

প্রথমে এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন, 

সাধারন ভাবে ইন্সটল করুন, এর পরে যখন নিচের মত একটা বক্স আসবে NO select করুন,


১০০% পর্যন্ত অপেক্ষা করুন।

এর পরে দেখবেন আপনার সামনে এক বিশাল লিস্ট বের হয়ে আসবে। নিচে দেখুন...


এটা ব্যাবহারের জন্য নেট কানেকশন থাকা জরুরি না !!

ইচ্ছে করলে সেভ করে রাখতে পারেন পেইজ এ রাইট ক্লিক করে save as এ ক্লিক করে save as type

*** অনেকের হয়ত জানা আছে, যাদের জানা নেই তাদের জন্য দিলাম।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

৥হোসেন ভাই কম্পিউটারের নাড়ি ভুড়ি দেখতে কোন সফটওয়ার লাগে না একটা রান কমান্ড দিয়ে দেখা যায়।Dxdiag এ কমান্ড টা লিখে এন্টার দিন দেখবেন আপনার কম্পিউটারের সবকিছু চলে এসেছে।
ধন্যবাদ টিউন করার জন্য।।

    @Habib: Run কমান্ড Dxdiag থেকে আমার দেওয়া সফটয়্যারটা অনেক সুন্দর একবার ব্যবহার করে দেখুন ভালো লাগবে আমার বিশ্বাস, Dxdiag Run কমান্ড এ- আবার কম্পিউটারের অনেক কিছু দেখা যায় না।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

vai amake akta help koren please
ami ai tune https://www.techtunes.io/windows-7/tune-id/187053 onujai oi them ta install disi. akhon amar sob kichu 1ta jhamela vitor ase ami akhon ota kivabe uninistall korbo plese amake aktu janan.

Start বাটনে ক্লিক করে Control Panel ক্লিক তারপর Add or Remove Programs ক্লিক করলে আপনার install করা দিমটা দেখতে পাবেন এখন রিমুভ করে দিন ব্যাস কাজ হয়ে যাবে।

Level 2

valo laglo

শিরোনামটা জোস লাগল। 😛