আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালই আছি।
আরবী শিখতে/লিখতে আগ্রহী সকল ভাই ও বোনদের জন্য একটা সফটওয়্যার নিয়ে আসলাম সফটওয়্যারটি পোটেবল তাই ইনস্টল দেওয়ার ঝামেলা নেই।
যাহোক আর কথা না বাড়িয়ে কাজের কথা আসি ।
প্রথমে এইখান থেকে সহীহ কোরআন শিখুন সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
তারপর ওপেন করুন নিচের দেখানো আইকনে ক্লিক করুন,
তাহলে সফটওয়্যারটি চালু হবে...
এবার নিচের মত একটা বক্স আসবে আপনার নাম লিখে Ok তে ক্লিক করুন, আমি আমার নাম লেখেছি নিচে দেখুন।
নিচের আরবী অক্ষরে ক্লিক করলে আপনাকে উচ্চারন করে শোনাবে। যেরকম আরবী হাজা ক্লিক করলে আরবীতে উচ্চারন করে শোনাবে...। নিচে আপনি ক্লিক করে দেখুন..।
এ সফটয়্যরে আরো আছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পযন্ত...।
এবং কিভাবে আরবী অক্ষরের তানবীন ব্যবহার করবে তার নিয়ম...।।
আরবী হরফের মাখরাজ ১৭ টি এই মাখরাজ গুলো উচ্চারণ কিভাবে করব তার নিয়ম...
আকারে ছোট মাত্র ১৯ এমবি । বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস।
ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।
তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই সহীহ কোরআন শিখুন।।
ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
aga use korsi. soft ta darun….