প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০৬] :: কোরআন শিখার দারুন এক সফটওয়্যার

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালই আছি।

আরবী শিখতে/লিখতে আগ্রহী সকল ভাই ও বোনদের জন্য একটা সফটওয়্যার নিয়ে আসলাম সফটওয়্যারটি পোটেবল তাই ইনস্টল দেওয়ার ঝামেলা নেই।

যাহোক আর কথা না বাড়িয়ে কাজের কথা আসি ।

প্রথমে এইখান থেকে সহীহ কোরআন শিখুন সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

তারপর ওপেন করুন নিচের দেখানো আইকনে ক্লিক করুন,

তাহলে সফটওয়্যারটি চালু হবে...

এবার নিচের মত একটা বক্স আসবে আপনার নাম লিখে Ok তে ক্লিক করুন, আমি আমার নাম লেখেছি নিচে দেখুন।

নিচের আরবী অক্ষরে ক্লিক করলে আপনাকে উচ্চারন করে শোনাবে। যেরকম আরবী হাজা ক্লিক করলে আরবীতে উচ্চারন করে শোনাবে...। নিচে আপনি ক্লিক করে দেখুন..।

এ সফটয়্যরে আরো আছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পযন্ত...।

এবং কিভাবে আরবী অক্ষরের তানবীন ব্যবহার করবে তার নিয়ম...।।

আরবী হরফের মাখরাজ ১৭ টি এই মাখরাজ গুলো উচ্চারণ কিভাবে করব তার নিয়ম...

আকারে ছোট মাত্র ১৯ এমবি । বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস।

ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।

তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই সহীহ কোরআন শিখুন।।

ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aga use korsi. soft ta darun….

আল্লাহ্‌ আ্্নার ভাল করবে ভাই ,

ভাই Media Fire a share করবেন না । কারন লিঙ্ক দিলেট হয় যায় ।

    @আরন হার্ট: আগে shared.com আপলোড করতাম অনেক জনে ডাউনলোড করতে পারত না আবার এখন Media Fire আপলোড করি আপনি বললেন ডিলেট হয়ে যায়
    তাহলে ফাইল আপলোড করার জন্য ভাল সাইট কোনটি সবাই ডাউনলোড করতে পারবে কিন্তু ফাইল ডিলেট হবে না?

very nice post

এরকম একটি software খুজছিলাম । অনেক অনেক ধন্যবাদ

Level 2

কোরআন শিক্ষার জন্য অনেক সহজ হবে বলে আমি মনে করি। সফটাওয়ারটি অনেক অনেক ভাল লেগেছে। ধন্যবাদ।

Level 0

অসাধারন একটি সফটাওয়ারট। খুবই ভাল লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।

হোসাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাধ। দারুন সফটওয়্যার।
আচ্ছা হোসাইন ভাই, আমার কোনো সাহায্য এর প্রয়জন হলে কোথায় লিখব । একটু সাহায্য করেন

Level New

tanveen er bebohar a vuul hoise,
2 zobor=bun AND 2 pesh=ban lekhse but it should be
2 zobor=ban AND 2 pesh=bun

anyways, software ta valoi, thanks.

ধন্যবাদ আগেই পেয়েছিলাম। ভাই আমার একটা জিনিস দরকার ছিল। সেটা হল কোরআন শরীফ আরবি এর সাথে বাংলা উচ্চারন থাকবে এবং বাংলা অর্থ থাকবে এই ধরনের পিডিএফ থাকলে শেয়ার করবেন। আমার মেইল [email protected]

খুব ভাল জিনিস, ধন্যবাদ শেয়ার করার জন্য…

ভাই ডাউনলোড লিঙ্ক কৈ???

এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন http://www.mediafire.com/?5lfk176r5emru8n

খুব সুন্দর…। আমার এবং আমার ভবিষ্যত সন্তানের জন্য অনেক উপকারি একটা জিনিস

Level 0

as-salamualikum wrb, bro plz send the software to my email address. [email protected]
i cant download from here. thanks for ur cooperation. jajak Allah khair.
thanks for ur nice tune

Download করতেছি। দেখি কি রকম কাজের। আশা করি অনেক কাজেরই হবে এই Software টা। ভালো পোস্ট করার জন্য আপনাকে Thanks.

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।