ল্যাপটপ কিংবা পিসির কী-বোর্ড কাজ না করলে সমাধান নিন।

সবাই কেমন আছেন?
পিসি বা ল্যাপটপ অর্থাৎ যাদের কী-বোর্ড এর কোন অক্ষর কাজ করে না বা বসে গেছে এই পোস্ট তাদের জন্য , যদি আপনার পুরো কী-বোর্ড টি নস্টও হয়ে যায় আশা করি কোন সমস্যা ছাড়াই আপনি অনায়াসে আরেকটি কী-বোর্ড পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি সব কাজ করতে পারবেন, এটি একটি “সফটওয়্যার কী-বোর্ড” সাইজ মাত্র ৩.৫ এমবি, এবং ফুল ভার্সন। এবং এর সাথে আরো যুক্ত আছে খুব সুন্দর ভাবে পিসি থেকে স্ক্রিন সর্ট নেওয়ার একটি বাটন। এটি আমি জানালা-৮ এ ব্যবহার করেছি কোন সমস্যা হয়নি, আশা করি আপনাদেরও হবে না। সফটওয়্যার টি ফুল ভার্সন।

উপরে লাল চিহ্নিত বাটনটি স্কিন শর্ট নেওয়ার জন্য

ডাউনলোড এবং ইন্সটল শেষে আপনার টাস্কবারে ক্লিক করে ওপেন করুন, আপনি চাইলে এর কিছু সেটিংস ও পরিবর্তন করে নিতে পারেন।

আজ তাহলে এপর্যন্তই। সবাই ভাল থাকুন, ভাল থাকা হয় যেন।

সিরিয়াল কী সহ সফটওয়্যার টি ডাউনলোড জন্য এখানে ক্লিক করুন।

-সংগৃহীত

Level 0

আমি আতাহার আলী অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo tune.

আচ্ছা টাইপ না হয় করতে পারবো! কিন্তু পিসি তে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে তো কি বোর্ড ছাড়া পিসি ওপেন-ই করতে পারবো না!

    @Abdullah Al Mamun:আপনার কথা ঠিক আছে যদি এ ধরনের সমস্যা হয় তাহলে আমার মনে হয় পার্সওয়ার্ড না দেওয়াই ভাল।

উইন্ডোজ ৮ কিনবা ৭ এ তো কীবোর্ড দেওয়া থাকে তাহলে কীজন্য আলাদা সফটওয়্যার ডাউনলোড করা দরকার।

Level 0

এর একটা আলাদা সুবিধা আছে, তা হল ইনস্টল করার সাথে সাথে পিসির সমস্ত সফট এর ফাংশানের সাথে একিভূত হয়ে যায় যেমন ইলাস্ট্রটরের ক্ষেত্রে আপনি যখন ফন্ট প্লেট আনবেন তাতে সাইজ অথবা ফন্ট পরিবর্তন করতে চাইবেন তখন মাউস কর্সর রাখার সাথে সাথে কিবোর্ড এর লে আউট সো করবে।