আপনার Webcam টিকে IP Camera বানিয়ে ফেলুন খুব সহজেই !!!

IP camera কি?

যারা জানেন না তাদের জন্য বলছি, আইপি ক্যামেরা হচ্ছে একটি বিশেষ ধরনের ক্যামেরা যে ক্যামেরায় নেটওয়ার্ক এর আইপি ইনপুট করা যায় এবং ওই আইপি কে আপনি আপনার ব্রাউজার দিয়ে browse করলে ওই ক্যামেরার ভিউ দেখতে পারেন। Configure ও নেটওয়ার্ক এ সংযুক্ত থাকার জন্য এই ক্যামেরাগুলিতে Ethernet পোর্ট থাকে পাশাপাশি wifi এর সুবিধাও থাকতে পারে। এই ক্যামেরা গুলি সাধারণত বেশ দামি হয়ে থাকে।

যাদের কাছে আইপি ক্যামেরা অজানা ছিল তারা হয়ত একটু হলেও এর ব্যাবহার, গুরুত্ব ও পরিধি অনুধাবন করতে পেরেছেন, আর যারা আগে থেকেই জানেন তাদের বেলায় তো বলাই বাহুল্য।

যাইহোক আমাদের অনেকেরই প্রয়োজন হতে পারে একটি আইপি ক্যামেরার, কিন্তু এর দাম এখনো সাধারণ মানুষের অনুকুলে নয়। এমতাবস্থায় আপনি আপনার USB ওয়েবক্যামটিকেই পরিণত পারেন আপনার আইপি ক্যামেরায়। এই জন্য প্রথমে আপনার কম্পিউটার এ Java ইন্সটল করতে হবে তারপর একটি ছোট সফটওয়্যার ইন্সটল করতে হবে। এরপর আপনার ওয়েবক্যাম টি হয়ে যাবে একটি আইপি ক্যামেরা !

পূর্বশর্তঃ আপনার কম্পিউটার টি একটি Router এর অধীনে থাকতে হবে। যেখান থেকে আপনি Dynamic অথবা Static মোডে আইপি পাবেন। অথবা আপনার পিসি’ যে কোন আইপি Identification থাকতে হবে।

প্রথম ধাপঃ আপনার কম্পিউটার এ Latest version Java ইন্সটল করুন।

http://java.com/en/download/inc/windows_upgrade_xpi.jsp

দ্বিতীয় ধাপঃ YAWCAM সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করুন।

http://www.yawcam.com/get.php

সফটওয়্যার টি ইন্সটল এর পর ডেস্কটপ থেকে YAWCAM আইকন এ double ক্লিক করে চালু করুন।

Stream অপশনটি Enable করুন। এরপর সেটিংস্‌ এ ক্লিক করুন। এখান থেকে Edit settings এ ক্লিক করুন। তারপর Stream এ ক্লিক করুন। এখানে একটি Port নাম্বার পাবেন। এই পোর্ট নাম্বারটি কপি করে যেকোনো ব্রাউজারএ আপনার আইপি অ্যাড্রেস সহ টাইপ করুন। যেমন- http://192.168.1.5:8081 এরপর এন্টার প্রেস করুন।

ব্যাস হয়ে গেল আপনার ওয়েবক্যাম একটি আইপি ক্যামেরা। এখন একই নেটওয়ার্ক এ অবস্থিত যেকোনো পিসি থেকে আপনি আপনার ক্যামেরা ভিউ দেখতে পারবেন। তবে ভিন্ন নেটওয়ার্ক (ইন্টারনেট এর মাধ্যমে যেকোনো জায়গা) থেকেও আপনি আপনার এই ক্যামেরা ভিউ দেখতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আপনার Router এ একটি Real IP আর আপনার Router এর পোর্ট ফরওয়ার্ডিং অপশন এর।

কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করবেন তা জানতে এবং এই পোস্ট এর বিস্তারিত দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।

এই পোস্ট সংক্রান্ত যেকোনো কমেন্ট করতে পারেন এই Facebook page এ।

Level New

আমি ইউসুফ ইয়ামিন অমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

জানা ছিলনা। ধন্যবাদ তথ্যের জন্য….

web cam নাই।তাই অভিজ্ঞতা জানাতে পারলাম না

Level 0

Dynamic অথবা Static মোড কি ভাই ? একটু যদি বলতেন ? আমি আবার একটু জানার জন্য মানুষকে যন্ত্রণা দেই বেশি……… আর একটি রিয়েল আইপি কিভাবে নেওয়া যায় ?
একটু জানাবেন ভাই……
ধন্যবাদ, সুন্দর করে উপস্থাপন করার জন্য।

Dynamic IP মানে হচ্ছে DHCP Server/Router থেকে পাওয়া অটোমেটিক আইপি যেটা পরিবর্তন হতে পারে। আর static IP হলে change হবার সম্ভবনা নেই। Real IP পেতে পারেন যেকোনো ISP থেকে। এমনকি আমাদের দেশের wimax operator থেকেও আপনি real IP পেতে পারেন।

আমি ল্যাপটপ use করি । IP camera সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।কিছু একটা link দেন

লেখার বিষয়টি পড়ে মজা পেলাম, চেষ্টা করব। কিন্তু আইপি ফরওয়ার্ডিং করার পদ্ধতির জন্য যে লিংক দিয়েছেন তা কাজ করছে না।

পোস্টটি অনেক ভাল লেগেছিল। কিন্তু স্বীয় মগজের লিমিটেশনের জন্য সফল হতে পারিনি। ভাই সাহায্য দরকার email: [email protected] যোগাযোগ করতে চাই।
তথাপি ধন্যবাদ।