আস্সালামুয়আলাইকুম, কেমন আছেন সবাই ?
আমি সব সময় ভাল থাকি, আর আমি ভালদের দলে । আমি এই টেকটিউনস জগতে সম্পূর্ন নতুন । এটা আমার শুরুর
পোস্ট । অনেকেই হয়ত এই ট্রিপ্স আগে থেকে জানেন । আর যারা জানেন না, শুধু তাদের জন্য এই পোস্ট । কোন
ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেকবেন । এবার আসল কথায় আসি......
আমরা অনেকেই গ্রামীন পোস্টপেইড ব্যবহার করি নেট ব্রাউজ করার জন্য । কিছু দিন আগে আমরা এতে যেকোনো
সময় যেকোনো পেকেজ নিতে পারতাম । কিন্তু গ্রামীন নতুন পদ্ধতি চালু করায় আমরা আর এই সুবিধা পাচ্ছি না । পূর্বের
পেকেজেই আমাদেরকে নেট ব্যবহার করতে হয় । কিন্তু চাইলে আপনিও পারবেন পেকেজ বদলাতে যখন ইচ্ছা তখন
অত্যন্তসহজ উপায়ে । এর জন্য আপনাকে প্রথমে আপনার পোস্টপেইড সিমটিকে মোবাইল দিয়ে ওপেন করতে হবে ।
তারপর *111*6*1# ডায়েল করুন এবং পছন্দের পাকেজ সিলেক্ট করুন । আপনার কাজ শেষ । এখন পছন্দের পেকেজ
দিয়ে নেট ব্রাউজ করুন । এভাবে পেকেজ বদলাতে পারবেন যখন এচ্ছা তখন । কোনো সমস্যা হলে যোগাযোগ করুন
আমি ক্রিটিক্যাল পাইরেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্যাকেজ বদলানো যায় যখন ইচ্ছা তখন ঠিক আছে, তবে পূর্ন প্যাকেজের টাকা পরিশোধ পূর্বক। আগে নিজে ট্রাই করে দেখুন তার পর টিউন করবেন। ধন্যবাদ