গ্রামীন পোস্টপেইড এ পেকেজ বদলান যখন ইচ্ছা তখন

আস্‌সালামুয়আলাইকুম, কেমন আছেন সবাই ?

আমি সব সময় ভাল থাকি, আর আমি ভালদের দলে । আমি এই টেকটিউনস জগতে সম্পূর্ন নতুন । এটা আমার শুরুর

পোস্ট । অনেকেই হয়ত এই ট্রিপ্স আগে থেকে জানেন । আর যারা জানেন না, শুধু তাদের জন্য এই পোস্ট । কোন

ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেকবেন । এবার আসল কথায় আসি......

আমরা অনেকেই গ্রামীন পোস্টপেইড ব্যবহার করি নেট ব্রাউজ করার জন্য । কিছু দিন আগে আমরা এতে যেকোনো

সময় যেকোনো পেকেজ নিতে পারতাম । কিন্তু গ্রামীন নতুন পদ্ধতি চালু করায় আমরা আর এই সুবিধা পাচ্ছি না । পূর্বের

পেকেজেই আমাদেরকে নেট ব্যবহার করতে হয় । কিন্তু চাইলে আপনিও পারবেন পেকেজ বদলাতে যখন ইচ্ছা তখন

অত্যন্তসহজ উপায়ে । এর জন্য আপনাকে প্রথমে আপনার পোস্টপেইড সিমটিকে মোবাইল দিয়ে ওপেন করতে হবে ।

তারপর *111*6*1# ডায়েল করুন এবং পছন্দের পাকেজ সিলেক্ট করুন । আপনার কাজ শেষ । এখন পছন্দের পেকেজ

দিয়ে নেট ব্রাউজ করুন । এভাবে পেকেজ বদলাতে পারবেন যখন এচ্ছা তখন । কোনো সমস্যা হলে যোগাযোগ করুন

ফেবুতে আমি

Level 0

আমি ক্রিটিক্যাল পাইরেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্যাকেজ বদলানো যায় যখন ইচ্ছা তখন ঠিক আছে, তবে পূর্ন প্যাকেজের টাকা পরিশোধ পূর্বক। আগে নিজে ট্রাই করে দেখুন তার পর টিউন করবেন। ধন্যবাদ

ক্রেডিট লিমইটের টাকা দিলেই হয় । কখন পুরু টাকা পরিশোধ করতে হয়না । আমি ট্রাই করার পরই দিয়েছি ।

টেকটিউনসে স্বাগতম। তবে টিউনের মান নিয়ে সচেতন হওয়া উচিত। কিছু স্ক্রিনশট দেওয়া যেত। আর জিপি তে *১১১# এ গিয়ে পড়ায় সব ধরনের কাজ যেমন প্যাকেজ ইনফো,প্যাকেজ মাইগ্রেট, রোমিং সব কাজ করা যায়। যাই হোক নিজে নতুন জেনেছ তাই পোস্ট লেখেছ, অন্যকে জানানোর স্প্রিড টাকে স্বাগত জানাই

problm holo number ta change hoye jai

ভাইয়া, যারা জানে না শুধু তাদের জন্য। আপনি আগেথেকে জানলে ভালো। আমাকে নতুন পোষ্ট দেওয়ায় উৎসাহিত করার জন্য ধন্যবাদ

আপনার মোবাইল থেকে *১১১*৬*১ ডায়াল করে প্যাকেজ এর নাম্বার সেন্ড করে সিলেক্ট করলেই প্যাকেজ এক্টিভ হবে @Sumon Ghosh

Level 0

Bro, জিপির নতুন নিয়মঃ আপনি যে প্যাকেজ চালাচ্ছেন তার পূর্ণমূল্য পরিশোধ করতে হবে, তারপরে আপনি যে প্যাকেজে খুশি সেই প্যাকেজে যান জিপি কোনভাবেই অখুশি হবেনা। পি৩ চালাতাম। আগে ৳১০০ রিফিল করে দশদিন চালাতাম। ১০ দিন পরে লাইন কেটে যেত। আবার যখন দরকার হত আবার ৳১০০ ভরতাম। বিগত ডিসেম্বর মাসে ৳৫০ ভরে ৫দিন চালালাম। তারপরে লাইন কেটে গেল। পরে আমার পূর্বের হিসাব অনুযায়ী ৳৫০ বিল শোধ করলাম। তার মানে আমি আরো ৫দিন বাকীতে চালাতে পারবো। কিন্তু লাইন-ই চালু হলনা। পরে গিয়ে জানতে পারলাম ৳২৩৮ বিল বকেয়া। ৫দিন চালালেও এখন থেকে নাকি পুরো মাসের বিল দিতে হবে। এমনকি বিলিং ডেট-এর আগে ১ দিন চালালেও নাকি একই নিয়ম।

Level 0

ভাই, কিছু মনে করেন না। “ভুল” শব্দটাই ভুলভাবে লিখলেনঃ “ভূল”। 🙂 😀

Level 0

নতুন করে আর রিস্ক নিতে চাচ্ছিনা। আবার যদি ১০দিন চালানোর পরে ৳২৮৭ বিল আসে?

val post
Tobe jana golpo

valo post
Tobe jana golpo

জিপির ফাপ থেকে বাচার জন্যে আমি পথটি বেছে নিয়েছি তাই আজ আপনাদেরকে বলবো , লাগতেও পারে হয়তো কার কাজে ।

আগে এমনটি ছিলো , যখুন আমরা জিপির আনলিমিটেড প্যাকেজে ৫ জিবি পার হলেই
প্যাকেজটি বন্দ করে আবার চালু করতাম আর তাহলেই স্পীড ঠিক হয়ে যেতো ।
কিন্তু বর্তমানে “হারামিফোন” এমন করে দিয়েছে যে , প্যাকেজ চালুর ১ মাস এর মধ্যে প্যাকেজ আর বন্দ করা যাবে না আর গেলেও পুরা মাসের তাকা কেটে নেবে । আর তাই আমরাও বসে নেই ওদের বাঁশ দেওয়ার জন্যে একটু হলেও বুদ্ধি বের করেছি । আর এখুন আনেকে তো ৫০০ টাকায় লাইফ টাইম আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের বুদ্ধি দিচ্ছে ।
যাই হোক কাজের কথাই আসি ……(এটা আমার পরিক্ষিত)
প্রথমে ৩ টি ইন্টারনেট পোস্টপেইড কিনে নিন
২০০*৩=৬০০ টাকা দিয়ে
======তারপর======
আমি প্রথমে একটা সিমে পি থ্রী (P3) প্যাকেজ চালু করি আর মন ভরে ইউজ আর ডাউনলোড করি যা আমার দরকার । মুটামুটি ৮ দিনের মধ্যে FUP পরে যায় ।
সেই সাথে সাথে আমি সেই সিম ফেলে রেখে দিই । আবার আর একটা সিম দিয়ে ৮ দিন এভাবে ৩ টি সিম দিয়ে ২৪-২৫ দিন পার করে দিই আর বাকি ৫ দিন ঘুমাই ।
মাস শেষে আবার প্রথমের সিম আর বর্তমানে আমি এভাবেই চলছি ।
====================================
একটি সিমে দুই মাসে তিন Fup .
প্রথমে কষ্ট আর কিপ্টামু করে প্রথম মাস ব্যবহার করুন এবার ডাউনলোড করে ১০ দিন পার করুন তারপর প্যাকেজ Stop করে দিন এবং আবার চালু করে দিন এবং পান জটিল স্পীড ।
******আশা করি এতে কেউ উপকৃত হবেন *****

    Level 0

    @তুহিন: আপনার বুদ্ধিতে এখন আর কাজ হয় না। তবে কিছুদিন আমিও এভাবে করে চালিয়েছি। এখন কেউ এমন করলে জি পি তার সিম বন্ধ করে দিচ্ছে। আমাদের অন্য কোন উপায় খুজে বের করতে হবে । জি পি যদি হয় এক সের আমাদের হতে হবে সোয়া সের ।

      @humanst1: আমি এখুন পর্যন্ত এভাবেই চালাচ্ছি । কোন সমস্যা নাই । গত তিন দিন নেট বন্দ রেখে আজ আবার চালু করলাম । আর তিন দিনের জন্যে আমি কোন টাকাও দিই নাই ।তবে হ্যাঁ ে মাসে যখুন নেট চালু করি তখুন কিন্তু সমস্যা হচ্ছিলো কিন্তু ১২১ ফোন দয়ে সব ঠিক করে দিয়েছে । আর আমি গত মাসে পি টু [p2] পাকেজ মাত্র ৪ দিন চালিয়েছি তাও আবার ১২৫ টাকা দিয়ে একটাকাও বেশি দিই নাই । কিন্তু হ্যাঁ চালু করলে ৩০ দিনের মধ্যে আর বন্দ করা যাবে না ।

j.uddin ভাই আপনি বলছেন যে আপনার ২৮৭ বিল করেছে । আমার মনে হয় যে আপনার ক্রেডিট লিমিট মনে হয় বেশি ছিলো । কোণ সময় ৫০ এর ক্রেডিট লিমিট রাখবেন না ।

আমি যা ভাবে ব্যবহার করি সেটা তো উপরেই বলেছি ।
তাছাড়া আপনি ৫০ টাকা ভরে ৫ দিন আর ক্রেডিট দিয়ে আরও ৫ দিন মোট ১০ দিন ব্যবহার করেন দেখবেন সিম ক্রেডিট ৫০ পার হলেই বন্দ করে দিয়েছে আর আপনার বিলো হবে না । আবার আপনি ১০ দিন পরে ৫০ রিচারজ করে ৫ দিন ব্যবহার করতে পারবেন বাকি দিন গুলোর জন্যে আপনার কোন ফি করা হবে না । আমি ৬ মাস ধরে চালাচ্ছি । আর আমার জানামতে পোস্টপেইড ইন্টারনেট সিমে ১০৫ এর উপর বিল হয় না আর যদি ২৮৭ হয় তবে সিম ফেলে দিয়ে ২০০ দিয়ে নতুন সিম কিনে নিবো । তাও বিল দেবো না ।

টিউন টি আর একটু বিস্তারিত দেয়া যেত…যাই হোক টেক্টিউনস -এ স্বাগতম।

টিউন টি আর একটু বিস্তারিত দেয়া যেত…যাই হোক, টেকটিউনস -এ স্বাগতম।

আমি এখুন পর্যন্ত এভাবেই চালাচ্ছি । কোন সমস্যা নাই । গত তিন দিন নেট বন্দ রেখে আজ আবার চালু করলাম । আর তিন দিনের জন্যে আমি কোন টাকাও দিই নাই ।তবে হ্যাঁ ে মাসে যখুন নেট চালু করি তখুন কিন্তু সমস্যা হচ্ছিলো কিন্তু ১২১ ফোন দয়ে সব ঠিক করে দিয়েছে । আর আমি গত মাসে পি টু [p2] পাকেজ মাত্র ৪ দিন চালিয়েছি তাও আবার ১২৫ টাকা দিয়ে একটাকাও বেশি দিই নাই । কিন্তু হ্যাঁ চালু করলে ৩০ দিনের মধ্যে আর বন্দ করা যাবে না ।

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ…… @ব্যাকস্পেস