নতুন একটি ব্লগ চালু করতে গেলে প্রথমেই যেসব প্রশ্ন মাথায় আসে তার মধ্যে প্ল্যাটফর্ম বাছাই করার বিষয়টি অন্যতম। এ ব্যাপারে বহুল আলোচিত ইস্যু হচ্ছে “ব্লগস্পট নাকি ওয়ার্ডপ্রেস?”; এটি সত্যিই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এক্ষেত্রে আপনি শৌখিন নাকি লেখার পাশাপাশি একটু আয়-ইনকামের প্রত্যাশাও করেন- এই দুটি মানদণ্ডের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্ম পরিবর্তিত হতে পারে। শুরুর দিকে কিছুদিন ব্লগারে ফ্রি পরীক্ষা-নিরীক্ষা চালানো ভাল। তবে ওয়ার্ডপ্রেসের ব্যপ্তি অনেক সুদূর প্রসারী। ওয়ার্ডপ্রেস ব্লগ খোলার সময় অসংখ্য থিমের মাঝখান থেকে পছন্দসই থিমটি খুঁজে নেয়া বেশ কঠিন কাজ। তার উপর ফ্রি নাকি প্রিমিয়াম সেই প্রশ্ন তো রয়েই গিয়েছে।
আপনি যতই প্রিমিয়াম কিংবা ফ্রি থিম ব্যবহার করেন না কেন, ন্যূনতম কোডিং না করলে “এডমিন” হওয়ার মজা নিতে পারবেন না। কারণ একটু আধুটু কাস্টমাইজেশন দরকার হবেই।
থিমের কোডিং এডিট করে খুব সহজেই পেতে পারেন মনের মত একটি ব্লগ। অফলাইনে এসব করলে ঝুঁকি কম। কিন্তু সাইট অনলাইনে থাকাকালীন কোডিং করতে গিয়ে ভিজিটরের সামনে “আনস্ট্যাবল সিচুয়েশন” এর সম্মুখীন হতে পারেন। আমার ব্লগে (http://banglatech24.com) আমিও এরকম অবস্থায় পরেছিলাম।
উল্টাপাল্টা কোড লিখে ব্লগের চেহারাও অনাকাংখিত হয়ে যেতে পারে। এজন্য ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে এপিয়ারেন্স ট্যাবে থাকা এডিটর মেন্যুতে গিয়ে লাইভ থিমের বিভিন্ন ফাইলের (যেমন স্টাইল, হেডার ইত্যাদি) কোড এডিট করে কাস্টম আউটপুট পাওয়া সম্ভব। এজন্য প্রথমেই আপনি যে ফাইলটি এডিট করতে যাচ্ছেন ডানপাশ থেকে সেটি ক্লিক করে কোড ওপেন করুন। এবার Ctrl+A প্রেস করে সমস্ত কোড কপি করে ডেস্কটপে নোটপ্যাড টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখুন। এবার অনলাইন আপনার মনের মত কোডিং করুন। ভুলকরে পুরো থিম আনস্ট্যাবল করে ফেললেও সমস্যা নেই- ডেস্কটপ থেকে কোডগুলো কপি করে ঠিক জায়গায় পেস্ট করে দিন, ব্যাস ফিরে পাবেন আপনার লাইভ সাইট!
পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে 🙂
আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।