আমরা মজিলা ফায়ারফক্স এর স্পীড নিয়ে অনেক সমস্যাতে পরছি আজকাল। আপনাদের আজ এমন একটি উপায় বলে দিব যা আপনাদের মজিলা ফায়ারফক্স এর স্পীড দ্বীগুন বাড়িয়ে দিবে।
১) প্রথমে ব্রাউজারটি খুলুন। তারপর এড্রেস বার এ লিখুন about:config আর এন্টার দিন। নিম্নরুপ:
২) নোটিফিকেশন টাতে ক্লিক করুন।
৩) তারপর একটি নতুন সারচ বক্স খুলবে এই সারচ বক্স এ network.http এটি লিখে এন্টার দিন। নিম্নরুপ:
৪) তারপর আপনি ডাবল ক্লিক করুন “‘network.http.pipelining” এইটি এবং ”network.http.proxy.pipelining” এই টির উপরে। দেখবে এদেরে স্টেটাস চেইন্জ হয়ে “True” হয়ে যাবে। নিম্নরুপ:
৫) এখন আপনি “network.http.pipelining.maxrequests” এই অপসান টির ভেলু মডিফাই করে 30 দিন।
৬) এখন খালি একটি জায়গাতে রাইট মাউস বাটন ক্লিক করুন এবং “New” সিলেক্ট করে “integer” সেলেক্ট করুন।
৭) তারপর nglayout.initialpaint.delay এটি লিখুন এবং OK চাপুন, তারপর 0 টাইপ করুন।
আপনার কাজ সমাপ্ত।
ইচ্ছা করলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আমার ব্লগ এ যেতে এখানে ক্লিক করুন।
আমি Rezwan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhalo laglo vaia apnar tune ti …