আসসালামুয়ালাইকুম। আমরা যখন ব্লগষ্পট এ কোন ব্লগ তৈরি করি আর এতে কোন পোষ্ট দেই তখর গুগোল এ গিয়ে সারচ দিলে ব্লগ পোষ্ট এর টাইটেল এর আগে ব্লগ এর নাম টা দেখা যায়। এটা আপনার পোষ্ট টার রেংকিং এর জন্য মারাত্বক ক্ষতিকর। তাই এই সমস্যার সমাধান আপনাদের কাছে তুলে ধরলাম।
আপনি আপনার ব্লগার এর এডিট/এইচ টি এম এল অপসান এ যান তারপর "Ctrl" আর "F" কি চাপ দিন তাহলে একটি সারচ অপসান খুলবে। এই সারচ আপসনে <title><data:blog.pageTitle/></title> এই লিখাটা দিন। তাহলে এই লিখাটা দেখবেন ব্লগ এর এইচ টি এম এল এ সিলেক্ট হয়েছে নিম্নরুপ:
এখন এই সবুজ চিন্হিত লেখাটি রিপ্লেস করুন নিম্নের লিখা দিয়ে:
<b:if cond='data:blog.pageType == "item"'>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
</b:if>
আপনার কাজ সমাপ্ত। এখন আপেক্ষা করুন গুগল এ আপনার সাইটটি ক্রলিং এর জন্য।
আপনরা ইচ্ছা করলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আামার ব্লগ এ যেতে এখানে ক্লিক করুন।
আমি Rezwan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিপসের জন্য ধন্যবাদ। কিন্তু WordPress এর ক্ষেত্রে কী ভাবে করব?