গতি বাড়বে আপনার কম্পিউটার এবং ল্যাপটপের (পর্ব-৩)

আস্সালামুওয়ালইকুম।

আশাকরি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের ধেখাব কিভাবে কম্পিউটারের গতি বাড়ান সহ কিভাবে দ্রূত বন্ধ ও চালু করা যাই।তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক………..

start menu>run এ গিয়ে লিখুন msconfig এবং ok করুন। নিচের ছবির মত

এখন ডান পাশের secvices এ  ক্লিক করুন।এবং যে programe গুলো আসবে তার বাম পাশ থেকে যেগুলো সব সময় কাজে লাগে না টিক চিহ্নগুলো উঠায়ে দিন।এবং apply করে ok করুন।নিচের ছবিতে দেখুন

এবার startup এ ক্লিল করে  যে গুলো অতি গুরুত্তপুর্ন programe তা রেখে বাকি টিক চিহ্ন গুলো উঠায়ে দিন। এবং apply করে ok করুন।সর্বশেষ আপনার pc  restart দিন।নিচের চিত্ত্র দেখুন ।।

আমার এই টিউনটি পুর্বে এখানে প্রকাশিত ... http://techpremi.tk/me/?p=87

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“এবার startup এ ক্লিল করে বাম পাশের সবগুলো টিক চিহ্ন গুলো উঠায়ে দিন।”
টিউন করার আগে একটু ভেবে করবেন। না জেনে সব টিক চিহ্ন উঠিয়ে দেয়া ঠিক না। কারন অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকতে পারে (antivirus, firewall, quickset, avro keyboard, wimax etc) যা startup এ রান হওয়ার দরকার আছে।

Level New

Jana chilo tobuo dhonnobad. R ami গাধাঁরেনিয়াম bhai er sathe sohomot.startup program ta disable korar bepare user ke sidhanto nite hobe je tini ki ki start up e rakhte chan r ki ki chan na.

এবার start up এ ক্লিল করে বাম পাশের সবগুলো টিক চিহ্ন গুলো উঠিয়ে দিন এর মানে কি ? এখানে অনেকই নতুন ইউজার রয়েছে তাই ভাল ভাবে ডেসক্রাইব করেন। start up অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে (antivirus, firewall, wimax etc) যা startup এ রান হওয়ার দরকার আছে। আশাকরি বোঝাতে পেরেছি।

Level 0

গাধাঁরও পাল আছে দেখছি !

Level 0

ভাই আমি ভুল করেছি ক্ষমাও চাচ্ছি।আমি আসলে সংক্ষেপে লিখেছি এজন্য বিস্তারিত লিখেনি।
গাধাঁরেনিয়াম,b.raja973,
Ahmed Mohammad Rasel ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কিন্তু@
Parvez গাধাঁরও পাল আছে দেখছি ! এটা কোন ধরনের ভাষা আপনার পরিবারের না আপনার ।মানুষ মাত্ত্রই তো ভুল করে ,জন্ম থেকে কেউ শিখে আসে না ,তাকে পড়তে হয় জানতে হয়।আর মানুষে ভুল গুলু শুধরিয়ে দিতে হই।তাই বলে এ ধরনের বাজে মন্তব্য করার অধিকার আপনার বাবা মা নিশ্চয় আপনাকে দেই নি????
আপনার এমন নোংরা কমেন্ট দেখে মনে হচ্ছে আমার টিউন করাই উচিত হইনি।

Level 0

@
Parvez —– আর হ্যা আপনার মতো ভুল আমিও ধরতে পারি।আমাকে এতটা নরম্যাল মনে করার কোন অবকাশ নেই।দেখি তো কে কত ভাল লেখে।এমন সব ভুয়া তথ্যও অনেকে দিয়ে থাকে ।তাই বলে এমন নোংরা কমেন্ট কখনো করিনি।
হাসি দিয়ে ভুল গুলো ধরিয়ে দিয়েছি।

Level 0

আপনি ভুল করছেন,আমার কমেন্ট টা ছিল “গাধাঁরেনিয়াম” নাম টার সাথে। দুংখিত ভালবাবে বুঝাতে পারিনি বলে।

Level 0

কিন্তু আমি নামটা উল্লেখ করতে চাই নি।

Level 0

porana jinis parle noton kicu niye asen

Level 0

আপনি লিখেছেন “এখন ডান পাশের secvices এ ক্লিক করুন।এবং যে programe গুলো আসবে তার বাম পাশ থেকে যেগুলো সব সময় কাজে লাগে না টিক চিহ্নগুলো উঠায়ে দিন।এবং apply করে ok করুন।নিচের ছবিতে দেখুন”
কিন্তু আমি কিভাবে জানব কোন কোন সার্ভিস গুলো আমার প্রয়োজনীয়। কিছু কিছু সার্ভিস আছে যেগুলো সম্পরকে আমি জানিনা এমনকি এগুলর নাম উচ্চারনও করতে পারিনা । দয়া করে সমাধান দিবেন ।

আচ্ছা,ইন্টারনেট এক্সপ্লোরার ডিজাবল করব কিভাবে?এটা আমার দুচোখের বিষ।

    @Iron maiden: ১০ ব্যবহার করেছেন?অনেক ফাস্ট আর কিছু ফিচারে এখনও ইন্টারনেট এক্সপ্লোরারকে ফেলে দেওয়া যায় না 😀 তবে সেগুলো খুব কম