আস্সালামুওয়ালইকুম।
আশাকরি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের ধেখাব কিভাবে কম্পিউটারের গতি বাড়ান সহ কিভাবে দ্রূত বন্ধ ও চালু করা যাই।তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক………..
start menu>run এ গিয়ে লিখুন msconfig এবং ok করুন। নিচের ছবির মত
এখন ডান পাশের secvices এ ক্লিক করুন।এবং যে programe গুলো আসবে তার বাম পাশ থেকে যেগুলো সব সময় কাজে লাগে না টিক চিহ্নগুলো উঠায়ে দিন।এবং apply করে ok করুন।নিচের ছবিতে দেখুন
এবার startup এ ক্লিল করে যে গুলো অতি গুরুত্তপুর্ন programe তা রেখে বাকি টিক চিহ্ন গুলো উঠায়ে দিন। এবং apply করে ok করুন।সর্বশেষ আপনার pc restart দিন।নিচের চিত্ত্র দেখুন ।।
আমার এই টিউনটি পুর্বে এখানে প্রকাশিত ... http://techpremi.tk/me/?p=87
আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“এবার startup এ ক্লিল করে বাম পাশের সবগুলো টিক চিহ্ন গুলো উঠায়ে দিন।”
টিউন করার আগে একটু ভেবে করবেন। না জেনে সব টিক চিহ্ন উঠিয়ে দেয়া ঠিক না। কারন অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকতে পারে (antivirus, firewall, quickset, avro keyboard, wimax etc) যা startup এ রান হওয়ার দরকার আছে।