প্রথমে আমার সালাম গ্রহণ করুন এবং সবার জন্য শুভেচ্ছা রইল।আশা করি আপনারা ভালই আছেন।
আমি ইন্টারনেট বেশ ভালো ভাবেই লক্ষ্য করেছি, যখন থেকে youtube বন্ধ বা block হয়েছে তবে থেকে বিভিন্ন ব্লগ-ওয়েবসাইটে জমকালো ট্রাফিক ভিড় লেগে গেছে! এক-একজন আবিষ্কার করতাছে youtube-এ ঢোকার বা unblock করার পদ্ধতি। মনে হয়, তারা খদ্দেরকে টাইনা নিয়ে যায় তাদের সাইটে আর দেখায় নানা পদ্ধতি। কেউ ip কেউ proxy কেউ https:// আবার, অনেকে এটি নিয়ে কবিরাজ পর্যন্ত হয়ে গেছে। যাক, যে যা পাক তাই করুক। আমরা আমাদের মূল কাজে ফিরে আসি।
১/ প্রথমে ফায়ারফক্স open করে সেটিংস্ থেকে Add-ons Manager-এ যাবেন অথবা ctrl+shift+a চাপুন। Add-ons Manager ওপেন হলে,সেখানে Stealthyনামে সার্চ করুন অথবা নিচের LINK থেকে DOWNLOAD করুন***
DOWNLOAD লিঙ্ক —https://addons.mozilla.org/en-us/firefox/addon/stealthy/?src=userprofile
২/ ডাউনলোড করার পর Add-ons ইন্সটল হবে। ইন্সটল সম্পন্ন হলে তারপর ফায়ারফক্স restart করুন।
৩/ এখন firefox -এর ওপরে ডানে এই রকম (লাল) icon দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন দেখবেন (হলুদ) icon দেখতে পাবেন। আপনি ৩/৫ সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন (সবুজ) icon দেখা যাচ্ছে অর্থাৎ কাজ হয়েছে!!
৪/ এখন youtube ওপেন করুন অর্থাৎ , address bar -এ গিয়ে টাইপ করুন http://www.youtube.com || অবশেষে বলবেন “ ও আল্লাহ্, youtube খুইলা গেছে ”।এখন আপনি লুফে নিন youtube-এর মজা!!
এটা আমার প্রথম টিউন ভূল হলে ক্ষমা করবেন।
আমি ফাহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য । আমি ২ দিন ধরে ব্যবহার করছি …। ১০০% ওয়রকিং