আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আরবী শিখতে/লিখতে আগ্রহী টিউনার সকল ভাই ও বোনদের জন্য সু-খবর......(আরবী শিখুন, আরবী লিখুন)
আমরা যদি বাংলা, অংক, ইংরেজীর পাশাপাশি যদি আরবী শিখতে/লিখতে পারি তাহলে মজা না। অনেকেই মন চায় আরবী অক্ষর লেখা শিখার কিন্তু, সেটা শিখতে কারো কাছে যাওয়ার সুযোগ পান না। সুযোগ পেলেও লজ্জায় কারো কাছে যান না। আমরা যদি বাংলা, অংক, ইংরেজী শিখতে পারি কোন লজ্জাবোধ করি না আর আরবী শিখতে কিসের লজ্জা আপনি যদি আরবী না জানেন তাহলে আপনার জন্য আর কোন বাধা থাকল না আরবী অক্ষর লেখা শিক্ষার ক্ষেত্রে। নিচের ছোট্ট ফ্লাশ ফাইলি টি ডাউনলোড করে নিন।
আর যারা মাদ্রাসায় পড়ে তাদের কাজে দিবে/পাশাপাশি স্কুল কলেজের ভাই-বোনদেরও ।
এখন থেকে আরবী অক্ষর লেখা শিখতে পারবেন এনিমেশন ছবি দেখে দেখে।
যে আরবী অক্ষরে ক্লিক করবেন সেটা এনিমেশন করে দেখাবে।
তাহলে আর দেরি কেন নিচের থেকে লিঙ্ক ডাউনলোড করে আরবী লেখা শুরু করে দেন।
আমি নিজেই যখন পেরেছি আপনিও পারবেন চেষ্টা করুন।
আপাতত আজ এ পর্যন্ত।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
thanks