অনেক সময় আমরা উইন্ডোজ এক্সপির সিডি কী হারিয়ে ফেলি,সিডি কী না থাকায় আমরা আর ঐ সিডিটি ব্যবহার করতে পারি না।তারপর দেখা যায় বন্ধুর কাছ থেকে বা আবার নতুন সিডি কিনি ব্যবহার করি যা কিনা অনেক ঝামেলার কাজ। যা হোক কাজের কথায় আসি আসলে সিডি কী টি কিন্তু আমাদের নাকের ডগায় থাকে যা আমরা অনেকে জানি না।নিম্নলিখিত সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আমরা উইন্ডোজ এক্সপির সিডি কী খুঁজে পেতে পারি।
১ * আপনার কম্পিউটারের সিডি/ডিভিডি ROM/ রামের ভিতরে উইন্ডোজ এক্সপি সিডি ঢোকান।
২ * আপনার উইন্ডোজ এক্সপি সিডি ব্রাউজ করুন এবং ফোল্ডার I386 খুঁজে বের করুন।
৩ * I386 ফোল্ডারের ভেতরে, unattended.txt ফাইলটি খুঁজে বের করুন।
৪ * তারপর নোটপ্যাড দিয়ে unattended.txt ফাইলটি ওপেন করুন।
৫ * এবার ফাইলটির উপরে বা নিচে দেখুন আশা করি আপনার সিডি কী পেয়ে যাবেন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
ধন্যবাদ একটি সুন্দর টিউন করার জন্য,অনেক উপকারে আসবে আমার কারণ আমার সিরিয়াল নাম্বারটা মনে থাকেনা|