কম্পিউটার Slow হয়ে গেছে? No Tension!!!Speed নিয়ে যান।

আসসালামু আলাইকুম,

সবাইকে শুভেচ্ছা।আজ আমি আপনাদের কিছু টিপস দেব (হয়ত আপনি আগে থেকেই জানতেন) যা আপনার PC কে আরও Speed দিতে পারে।

কথা না বাড়িয়ে কাজে আসি ।নিম্নের কাজগুলো করে দেখুন :

  • Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো Program- তালিকা দেখতে পাবেন। এর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিন। যদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন।
  • কিছু সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে tree লিখে ok করুন।
  • Control Panel এ যান। Add or Remove এ দুই ক্লিক করুন।  Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বামপাশে অদরকারি program গুলোর পাশের টিক চিহ্নগুলি তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program গুলো আপনার কাজে না সেগুলোর টিক চিহ্নগুলো তুলে OK করুন। এখন next এ ক্লিক করুন। Successful message আসলে Finish এ ক্লিক করুন।
  • অনেক সময় PC'র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC'র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়।

আজ এই পর্যন্তই। কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। 😯

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank u i

You’re most welcome..

Level 0

ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ । তবে ভাইয়া আমার কাছে একটা পোর্টেবল har disk আছে । যেটা ১ বছর হতে যাচ্ছে আমি ব্যবহার করছি । প্রথমে খুব ভালো স্পীড ছিল কিন্তু এখন অনেক খারাপ অবস্তা। মানে ভিডিও বা ফোল্ডার ওপেন করলে অনেক সময় নেয় অনেক ধীর গতি তে কাজ করে। ভাইয়া প্লিস আমাকে একটু বলবেন কিভাবে আমি আগের মতন আমার har disk এর স্পীড ফিরেপেতে পারি? জানালে আমি অনেক উপকৃত হতাম। ধন্যবাদ

windows 7 a kaj korbe?

এই একই পোষ্ট অনেকবার করা হয়েছে।তবু………..নতুনদের কাজে লাগবে।…….:)

কিন্তু আমি কিভাবে বুঝব কোনটা অপ্রয়োজনীয় প্রোগ্রাম?

@কালু বিল্লা : হ্যাঁ ভাই এটা উইন্ডোজ 7 এ কাজ করবে।

@ Iron maiden : ধরুন আপনার এখন অভ্র প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করুন। ভুলেও explorer.exe বন্ধ করবেন না।

শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

আচ্ছা এমন কিছু ডিফল্ট প্রোগ্রামের নাম বলুন তো যা সচরাচর কাজে লাগে না,একটু উপকার হত

@ অভিজিতঃ আপনাকেও ধন্যবাদ।

@Iron maiden: আপনার যেটা কাজে লাগছে না, অথচ বেশি জায়গা নিচ্ছে সেটি বন্ধ করুন ।

@Iron maiden: আচ্ছা ভাই আপনার টিউনে কমেন্ট করা যাচ্ছে না কেন????