৭৮৬
সবাইকে সালাম জানিয়ে আমি আমার পোস্ট শুরু করতে যাছি। আমার পরিবারের জন্য দোয়া চাই । সবাইকে আল্লাহ তা'ল্লা ভাল রাখুক । মুল পোস্ট তে যাই ।
টিপসঃ গান গাইবে আপনার কম্পিউটার
টাস্ক শিডিউলারে গান সংযুক্ত করলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়য়ে গান শোনাবে কম্পিউটার আপনার কম্পিউটার । টাস্ক শিডিউলারে গান সংযুক্ত করার জন্য আপনি
Start > Menu > All programmes > Accessories > System Tools > Schedule Task
নির্বাচন করতে হবে । এবার Add Schedule Task আইকনে ডাবল ক্লিক করুন । Next browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের অডিও গান টি [ mp3, wma ফরম্যাট ] নির্বাচন করুন । Daily নির্বাচন করে ক্লিক করতে হবে । Start Time -এ ঠিক করে দিতে হবে আপনার পছন্দের গান শোনার সময় । পরে Next তে ক্লিক করতে হবে । লগইন - পাসওয়ার্ড লিখে আবার Next তে ক্লিক করলেই কাজ শেষ ।
ওকে । ধন্যবাদ ।
জানা থাকলে আমি সরি , যারা জানে না তাদের জন্য ।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ।
ভাল থাকুন , আর ভালবাসা থেকে ১০০ হাত দূরে থাকুন ।
পারলে আমার জন্য একটুক দোয়া করবেন ।
আমি newitworld। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আইটি জগৎ কে অনেক ভালবাসি। আমি সব সময় আইটি নিয়ে থাকি। আমরা কম্পিউটার যুগে বাস করি আর কম্পিউটার সম্পর্ক কে জানবনা তাই কি হয়। আমি এক জন ব্লগার অ্যান্ড ওয়েব ডিজাইনার । আমি বাংলা ব্লগ কে অনেক ভালবাসি , কারন মায়ের ভাষায় বলে। টি টি ব্লগটা আমাদের দেশের জন্য...
valo likhesen vai.
amk akta help korle aro valo hoi.amar akta website khub e dorkar.kivabe kemne pabo aktu bolen.and ami techtune a post dile ta prokashito hoi na.lekha ase apner post ti khosra hisebe songrokkhito holo