রেকর্ড করুন আপনার কম্পিউটারের স্পিকারের সাউন্ড

অনলাইনে ঘুরতে ঘুরতে অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে গান শুনতে দেয় কিন্তু ডাউনলোড করতে দেয় না। অনেক সময় দেখা যায় এসব সাইটে পছন্দের গান পাওয়া যায় কিন্তু ডাউনলোড করতে না পারায় কষ্ট লাগে। তাহলে কি করা যায় ?

এই সমস্যার সমাধান দিতে পারে PCWin Speaker Record নামে ৭৬৮ কেবি এর ছোট একটা সফটওয়্যার। আপনি এই  সফটওয়্যারের সাহায্যে আপনার কম্পিউটারের স্পীকারে বাজতে থাকা যেকোন শব্দ রেকর্ড করতে পারবেন। এই সাউন্ড আবার 128 Kbps CD quality তে  mp3 বা wav file হিসেবে Save করতে পারবেন।

http://rongmohol.com/uploads/3_pcwinspkrrecord-300x227.jpg

ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

সফটওয়্যারটি চালাতে MPEG Layer 3 Audio Encoder দরকার হবে। সেটি পেতে ক্লিক করুন এখানে

সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ। ডাউনলোড করে ইন্সস্টল করুন। তারপর স্পীকারে যেকোন একটা সাউন্ড বাজান। এবার সফটওয়্যারটি চালু করে কোন ফরম্যাটে আপনি সাউন্ড রেকর্ড করতে চান তা সিলেক্ট করে Start Recording click করুন। তারপর পছন্দমত স্হানে Stop Recording click করুন। তাহলে সেভ ডায়ালগ বক্স আসবে, এখানে ফাইলের একটা পছন্দসই নাম দিয়ে সেভ করুন। শেষ হয়ে গেলে কোন প্লেয়ারে বাজিয়ে সাউন্ডটা টেস্ট করে দেখুন।

এরপরও কাজ না হলে নিচের সেটিংসগুলো পরিবর্তন করুন

http://www.rongmohol.com/uploads/3_record_1.png
System Try এর volume icon এ double click করুন। এখানে Option হতে Properties click করুন।

http://www.rongmohol.com/uploads/3_record_2.png
এখানে default ভাবে Playback select করা থাকে। আপনি Recording select করুন এবং Mixcer device drop down list থেকে Realtek HD Audio Input বেছে নিন। এখানে Show the following volume control list এ দেখুন Stereo Mix নির্বাচন করা আছে কিনা। না থাকলে ঠিক মার্ক করে দিন। এবার OK করুন।

http://www.rongmohol.com/uploads/3_record_3.png
এবার Recording Control এ দেখুন Stereo Mix option দেখাচ্ছে। এবার নিচে দেখুন। অনেক সময় option টা Mute করা থাকে। Mute করা থাকলে  Unchecked করে দিন। এবার Balance এর level টা ২০% এর সমান কিংবা কম করে দিন। এর বেশি থাকলে রেকর্ডিং করা sound distorted হয়ে যাবে। প্রয়োজনে আরও কমিয়ে দিন। এবার OK করে বেরিয়ে আসুন।

এখন রেকর্ডিং করে দেখুন তো কাজ হয় কিনা।

Level 0

আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা সব সাউন্ড এডিটর দিয়ে করা যায়, আমি কোন গানের রিংটোন তৈরি করলে এভাবেই করি, তাতে রিং টোনের সাউন্ড অনেক বড় হয়