আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
গত পূর্বে বলেছিলাম কিভাবে Arabic Pad দ্বারা আরবী লিখতে হয়, আজ শিখাব কিভাবে Micro Soft Word এ আরবী লিখতে হয়।
আমরা যদি বাংলা, অংক, ইংরেজীর পাশাপাশি যদি আরবী শিখতে/লিখতে পারি তাহলে মজা না। অনেকেই মন চায় আরবী অক্ষর লেখা শিখার কিন্তু, সেটা শিখতে কারো কাছে যাওয়ার সুযোগ পান না। সুযোগ পেলেও লজ্জায় কারো কাছে যান না। আমার যদি বাংলা, অংক, ইংরেজী শিখতে পারি কোন লজ্জাবোধ করি না আর আরবী শিখতে কিসের লজ্জা। আরবী শিখার দ্বারা দুনিয়াতে ফায়দা হাসিল হবে আখিরাতে তো আছে।
আপনি যদি আরবী না জানেন তাহলে আপনার জন্য আর কোন বাধা থাকল না আরবী অক্ষর লেখা শিক্ষার ক্ষেত্রে। তাহলে আসুন শুরু করা যাক...
প্রথমে এখান থেকে লে-আউটটি ডাউনলোড করে নিন।
তারপর রাইট বাটনে ক্লিক করে ইনস্টল করুন। তারপর অভ্র-রিস্টার্ট করুন অথবা লগ আউট করে আবার লগ ইন করুন।
এবার অভ্র-এর সেটিং এ active keyboard change করে Arabic_Avro দিয়ে দিন। এখন F12 ক্লিক করলেই এরাবিক টাইপ হবে। আমি নিজেই যখন পেরেছি আপনি পারবেন চেষ্টা করুন।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অন্য কোন লিন্ক দেন। এই লিন্ক থেকে সমস্যা হচ্ছে।
আমার মেইলে পাঠালে খুশি হব।
[email protected]