প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০২] :: আরবী লেখার জন্য অসাধারণ এক সফটওয়্যার

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আরবী শিখতে/লিখতে আগ্রহী সকলের  জন্য
কম্পিউটারে ও ইন্টারনেটে আরবী লেখার জন্য ইউনিকোড সমর্থিত অসাধারন একটি সফটওয়্যার

Arabic Pad এটির সাইজ মাত্র 58 KB. এটি পোর্টাবল তাই ইনষ্টল করার ঝামেলা নেই। এটির কি বোর্ড লেআউট খুবই ইউজার ফেন্ডলি আর অভ্রর সাথে এর কিছু মিল আছে যেমন, আমরা অভ্রতে আ লিখতে হলে Keybord থেকে A চাপ দিলে আ হয়ে যায় ঠিক তেমনি Arabic Pad মাধ্যমে A চাপ দিলে আলিফ ا, B চাপ দিলে ب, T চাপ দিলে ت, আমি নিজেই এই সফটওয়ার এর মাধ্যমে অনলাইনে টাইপ করি, এবং মাদ্রাসার প্রশ্নের কাজ করি। ইনশাআল্লাহ চেষ্টা করুন আপনিও পারবেন।

ডাউনলোড

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার হাজার খানেক টাকা বাচাইয়া দিলেন। ধন্যবাদ

যুক্তবর্ণ লিখতে পারছিনা। কিভাবে লিখতে হয় জানাবেন।

সফটটি আমার কাছে আছে । আমিও আমার ব্লগে আরবী লেখার প্রয়োজনে এটি ব্যবহার করি । আর এর দ্বারা যুক্ত বর্ণ লেখাও জটিল কিছু নয় । দুটি বর্ণ পাশাপাশি কোন স্পেস না দিয়ে লিখলে সে দুটি যুক্ত হয়ে যাবে । স্পেস দিলে আলাদা হবে । ধন্যবাদ ।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধরে এরকম একটি সফটওয়ার চাচ্ছিলাম। আপনি সেটা পুরণ করলেন।

সকলকে মন্তব্য করার জন্য ধন্যবাদ, আসুন সবাই নিজে আরবী শিখি এবং অন্যকে শিখাই।

ধন্যবাদ আহম্মদ ভাইজান ,
উক্ত সফসটি ব্যবহার করতে করো লে-আউট প্রয়োজন হলে নিচের লিংক এ ক্লিক করে সেভ করে নিতে পারেন । ১০০% সার্পট করবে উক্ত সফটির সাথে ।

http://j.mp/editBYprince

ججاك الله

মাশাআল্লাহ @ আরবী কমান্ড দেখা যাচ্ছে । ধন্যবাদ @ omur_mohammad_faruk

Level 2

ভাই মিডিয়া ফায়ার এর লিংক দেওয়া যায়না? আপনি যে লিংক দিয়েছেন সেখান থেকে ডাউনলোড করতে পারিছিনা। একটু হেল্প করুন।